Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাগেরহাটে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবক নিহত




কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে যুবক নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলায় কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে আবদুল জব্বার শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় রাজীব শেখ নামে এক যুবক গুরুতর আহত হন।

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোড়ানালুয়া গ্রামের বাংলাদেশ সেবাশ্রমের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবদুল জব্বার শেখ (২৬) চিতলমারী উপজেলার গ্রামের আবদুল হক শেখের ছেলে। আহত রাজিব শেখ (২৬) চিতলমারী উপজেলার গোরা নলুয়া গ্রামের মো. তৈয়ব শেখের ছেলে। আহত রাজীবকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতকারী দেলোয়ার মুন্সি ওরফে আকাশ চিতলমারী উপজেলার ঘোড়া নলুয়া গ্রামের ডাবলু শেখের ছেলে। এ হত্যাকাণ্ডের খবর পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্ত দেলোয়ার মুন্সি ওরফে আকাশ (৩০) ও তার বাবার চারটি ঘরে আগুন দিয়েছে। আগুনে তাদের ঘরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। আরও পড়ুন: আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত পুলিশ জানায়, ২-৩ দিন আগে অভিযুক্ত দিলওয়ার মুন্সি নিহত আবদুল জব্বার শেখের প্রতিবেশী এক কিশোরীকে উত্ত্যক্ত করে। প্রতিবাদ করলে আবদুল জব্বার শেখ ও রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি, তার ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দেলোয়ার মুন্সি ধারালো ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবদুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। রাজিব শেখের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা ছুরিকাঘাতকারী দেলোয়ার মন্ত্রী ও তার বাবার চারটি বসতঘরে আগুন দিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply