আবারও এক ছবিতে কারিনা-কিয়ারা
চার বছর পর সিনেমার পর্দা ভাগ করে নিতে যাচ্ছেন কারিনা কাপুর খান এবং কিয়ারা আদভানি।
অভিনেত্রী কারিনা কাপুর খান এবং কিয়ারা আদভানি। সংগৃহীত ছবি
এর আগে ২০১৯ সালে রাজ মেহতা পরিচালিত ‘গুড নিউজ’ ছবিতে এই তারকারা একসঙ্গে কাজ করেছেন। সেই ছবিতে অক্ষয় কুমার এবং দিলজিৎ দোসাঞ্জও ছিলেন।
তবে কারিনা ও কিয়ারার ভক্তরা তাদের এ জুটিকে একসঙ্গে পর্দায় দেখে খুব খুশি হয়েছিলেন।
আরও পড়ুন: কিয়ারার জুতা হাতে নিয়ে প্রশংসায় ভাসছেন কার্তিক (ভিডিও)
শোনা যাচ্ছে, অশ্বিনী আইয়ারের আগামী ছবিতে এই দুই অভিনেত্রীকে আবারও একত্রে দেখা যাবে। ফারহান আখতার এবং রীতেশ সিদ্ধানির প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ছবিটি তৈরি হবে।
আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে এখনও।
এদিকে কিয়ারা ব্যস্ত সশয় পার করছেন তার আগামী ছবি ‘সত্যপ্রেম কি কথা’র প্রচারণায়।
অন্যদিকে সুজয় ঘোষ পরিচালিত একটি থ্রিলারে অভিনয় করছেন কারিনা। ২০০৫ সালের অন্যতম বেস্টসেলিং জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে তৈরি হচ্ছে সেটি। এ কাজ দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হবে কারিনার।
আরও পড়ুন: আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই: অক্ষয়
এসব কাজ মিটিয়েই হয়তো একসঙ্গে পর্দায় আসবেন কিয়ারা এবং কারিনা।
প্রসঙ্গত, ২০১৯ সালে রাজ মেহতা পরিচালিত ‘গুড নিউজ’ ছবিতে পর্দা ভাগ করে নিয়েছিলেন কিয়ারা ও কারিনা।

No comments: