পথশিশুদের নিয়ে ‘মুজিব ভাই’ দেখলেন পলক
রাজধানীর সীমান্ত স্কয়ারে পথশিশুদের নিয়ে এনিমেটেড সিনেমা ‘মুজিব ভাই’ দেখলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
রাজধানীর সীমান্ত স্কয়ারে স্টার সিনেপ্লেক্সে সকাল ১১ টায় ‘মুজিব ভাই’ প্রদর্শিত হয়। সেখানে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পথশিশুদের নিয়ে ‘মুজিব ভাই’ দেখলেন প্রতিমন্ত্রী।
ছবি প্রদর্শনীর আগে প্রতিমন্ত্রী সেখানে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনীর ওপর ভিত্তি করেই ‘মুজিব ভাই’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শিশুরা এনিমেশন দেখতে পছন্দ করে। মূলত তাদের কাছে ইতিহাস তুলে ধরার জন্যই এটি বানানো হয়েছে।’
এদিকে, ৩০ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘রাসেল সোনা’ নামে আরেকটি এনিমেশন ফিল্ম। জুলাই মাসের পর থেকে টিভিতে উম্মুক্ত করে দেয়া হবে মুজিব ভাই। এর আগে বিভিন্ন সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে।
আরও পড়ুন: মঞ্চ আন্দোলনের পথিকৃৎ
‘বাংলাদেশ একদিন পুরো বিশ্বের কাছে এনিমেশন হাব হিসেবে পরিচিতি পাবে’ বলে আশা ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে শিশুদের জন্য এনিমেশন ফিল্ম বানানো হয় না।’
সবশেষে, শিশুদের বিনোদনের ব্যবস্থার জন্য সিনেমা হল মালিক ও প্রযোজকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জুনায়েদ আহমেদ পলক।

No comments: