Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গিনির জালে ‘এক হালি’ গোলে জয়ে ফিরল ব্রাজিল




কাতার বিশ্বকাপ থেকে দুঃস্বপ্নের মতো কাটছে ব্রাজিলের। বিশ্বমঞ্চে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এরপর প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষেও হেরেছে দলটি। এতে যেন নিজেদের চেনা ছন্দই হারিয়ে ফেলেছিল সেলেসাওরা। চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় দলে নেই দলের তারকা নেইমার জুনিয়রও। তবুও অবশেষে গিনির জালে ‘এক হালি’ গোল দিয়ে জয়ে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার (১৭ জুন) রাতে স্পেনের বার্সেলোনার আরডিসি এস্পানিওল স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে মাঠে নেমেছিল নেইমারবিহীন ব্রাজিল। তবুও ৪-১ গোলে বড় জয় পেয়েছে র‍্যামন মেনেজেসের শিষ্যরা। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন অভিষিক্ত জোয়েলিনটন, রদ্রিগো, এডার মিলিতাও ও ভিনিসিয়াস জুনিয়র। আর গিনির হয়ে একমাত্র জালের দেখা পান সেরহ গুরাইসি। daraz সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষের মাঠে বার বার বর্ণবাদী আচরণের শিকার হন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। এরপর তার পাশে এসে দাঁড়ান ফিফা সভাপতিসহ বিশ্বের অনেক তারকা। তাই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিন চিরাচরিত হলুদ বা নীল জার্সি না পরে কালো জার্সি পরে মাঠে নামে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিরা। এদিন ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে লড়াইয়ের আভাস দেন গিনির ফুটবলাররা। তাদের সামাল দিতে গিয়ে শুরুতে বেশ বেগ পেতে হয় সেলেসাওদের। এতে রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়রদের বেশ কিছুটা সময় বোতলবন্দী করে রাখে দলটির ডিফেন্ডাররা। তাতে শুরুতে বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি সেলেসাওরা উল্টো প্রতিপক্ষের এক খেলোয়াড়কে দৌড়ে এসে ফাউল করে বসেন লুকাস পাকুয়েতা। ম্যাচের ২১তম মিনিটে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। এর মিনিট ছয়েক পরেই জালের দেখা পায় সবশেষ ২০০২ সালে বিশ্বকাপজয়ীরা। রদ্রিগোর ফ্রি কিকের শটে বল জালে জড়ান জাতীয় দলে প্রথমবার মাঠে নামা জোয়েলিনটন। ২৭তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের বেশ বাইরে থেকে রদ্রিগো গোলবারের বাঁ দিকে ফ্রি কিক নেন। ডি-বক্সের ভিতর কিছুটা ফাঁকা পেয়ে বল জালে জড়ান ইংলিশ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডের এই মিডফিল্ডার। গেল মৌসুমে সৌদি আরবের মালিকানাধীন এই ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগে তুলতে বড় অবদান রাখেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply