ইরান সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ইরান সফর শুরু করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। দুই দেশের সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে শনিবার (১৭জুন) তিনি দেশটির রাজধানী তেহরানে পৌঁছান।
দীর্ঘ ৭ বছর পর চীনের মধ্যস্থতায় চলতি বছরের মে মাসে ইরান ও সৌদির কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে। রিয়াদে ইরানি দূতাবাসও চালু হয়েছে। এরপর এই প্রথম সৌদির শীর্ষ কোনো কূটনীতিক হিসেবে ইরান সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
আল জাজিরার প্রতিবেদন মতে, ফয়সাল বিন ফারহান আল সৌদকে স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। খুব শিগগিরই তারা দ্বিপাক্ষিক আলোচনা ও সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকও করতে পারেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: আকস্মিক সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
চলতি মাসের শুরুতেই দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের সম্মেলনে আমিরাবদুল্লাহিয়ান ও বিন ফারহান আল সৌদ সাক্ষাৎ করেন। ব্রিকস অর্থনীতিক জোটটিতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে।
২০১৬ সালে ইরানের শিয়া অনুসারী ধর্মীয় নেতাকে ফাঁসি দিয়েছিল রিয়াদ। এর জেরে তেহরান তাদের কূটনীতিক মিশনে হামলা চালালে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।
চলতি বছরের ১০ মার্চ বেইজিংয়ে চীনের মধ্যস্ততায় তেহরান ও রিয়াদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির অংশ হিসাবে দুই দেশ একে অপরের রাজধানীতে ফের দূতাবাস খুলতে একমত হয়।

No comments: