রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে পাঁচজন নিহত
পূর্ব ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন।
লুহানস্ক অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণ। ছবি: সংগৃহীত
বুধবার (৩১ মে) মস্কো নিযুক্ত ওই অঞ্চলের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের গোলাবর্ষণে পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি গ্রামে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন মস্কো নিযুক্ত ওই অঞ্চলের কর্মকর্তারা।
এ ছাড়া এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ান শহরে আঘাত হেনেছে ইউক্রেনীয় গোলা। এতে বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারজন আহত হয়েছে বলে রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন।
লুহানস্কে রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনীয় বাহিনী রাতের আঁধারে সেখানকার কার্পাটি গ্রামের একটি খামারে মার্কিন-নির্মিত হিমারস রকেট লঞ্চার ব্যবহার করে আক্রমণ করে। ওই হামলায় ৫ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
এদিকে আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেন, ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্তের প্রায় ৭ কিলোমিটার (৪.৫ মাইল) উত্তরে অবস্থিত রাশিয়ার শহর শেবেকিনোতেও আঘাত করেছে ইউক্রেনীয় গোলা।
আরও পড়ুন: টানা তৃতীয়দিনের মতো কিয়েভে ভয়াবহ হামলা চালাল মস্কো
এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গোলাবর্ষণের জেরে জানালা ভেঙে যাওয়ার পাশাপাশি একটি আটতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ছাদ, চারটি বাড়ি, একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর অঞ্চলে আফিপস্কি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ড্রোন হামলার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে সেখানকার গভর্নর বুধবার জানিয়েছেন।
অবশ্য অগ্নিকাণ্ডের পর খুব দ্রুতই আগুন নিভিয়ে ফেলা হয় এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন গভর্নর ভেনিয়ামিন কন্ড্রাতিয়েভ।
No comments: