ব্রাজিলে সপ্তাহব্যাপী পুলিশি অভিযানে ৪৪ জন নিহত
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে মিলিটারি পুলিশের গাড়ি। এএফপির ফাইল ছবি
ব্রাজিলের রিওডি জেনিরোতে পুলিশ অভিযানে বুধবার (২ আগস্ট) নয়জন নিহত হয়েছে। সেখানে সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। বিগত এক সপ্তাহের মধ্যে এটি ছিল পুলিশের সর্বশেষ অভিযান। ব্রাজিলজুড়ে সাত দিনের পুলিশি অভিযানে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। খবর এএফপির।
মাদক চোরাকারবারি চক্রের বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযানের কয়েকদিন পর রিওডি জেনিরোতে এই অভিযান চালানো হলো। পুলিশের ওই অভিযানে ব্রাজিলের সাও পাওলো রাজ্যে ১৬ জন এবং দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় বহিয়া রাজ্যে ১৯ জন নিহত হয়।
রিও রাজ্য পুলিশ জানায়, নগরীর উত্তরে ফ্যাভেলাসের কমপ্লেক্সে দ্য পেনহা গ্রুপের হোতাদের এক বৈঠক লক্ষ্য করে অভিযান চালানোর সময় হামলার শিকার হওয়ার পর পুলিশ কর্মকর্তারা পাল্টা গুলি করে।
এদিকে, ব্রাজিলের পুলিশের ক্ষমতার অপব্যবহারের অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য কর্তৃপক্ষের ওপর চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সশস্ত্র মাদক চক্রের সঙ্গে যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, কর্মকর্তারা মাদক চক্রের নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকের খবর পাওয়ার পর রিওডি জেনিরোতে এই অভিযান চালায়।
রাজ্য পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘ঘটনাস্থলে পুলিশের দল বন্দুকধারীদের হামলার শিকার হওয়ায় এই সংঘর্ষ হয়। সেখানে সংঘর্ষে সন্দেহভাজন ১১ জন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে এদের মধ্যে নয়জন মারা গেছে।’
এই সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
Tag: English News world

No comments: