মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগের যে কথা হলো
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপ বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কোনো আলাপ হয়নি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র চাইছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: পিটার হাস
কাদের বলেন, সংলাপ, কেয়ারটেকার, কমিশন বিলুপ্তি বা সংসদ বিলুপ্তি সংক্রান্ত কোনো কথা হয়নি পিটারের সঙ্গে। আমরা বলেছি গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ দিনের রাজনৈতিক ফসল, গণতন্ত্রকে রক্ষা করাও দলটির দায়িত্ব।
তিনি বলেন, আমরা বিবেকের চাপে আছি, সে কারণেই আমরা সুষ্ঠু নির্বাচন করব, আর কোনো চাপে নেই সরকার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের রায় নিয়ে বিএনপির প্রতিক্রিয়া বিষয়ে কাদের বলেন, বিরোধী দল জন্যই তারা বলেছে ফরমায়েশি রায়, যেহেতু বিরোধী দল তাই বিরোধী কথা বলাও তাদের দায়িত্ব। তাই বিএনপি এমন কথা বলেছে।
Tag: English News lid news national
No comments: