Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ওঁর মতো সুপুরুষকে কাছে পেতে কে না চায়? ধর্মেন্দ্রকে নিয়ে এ কী বললেন শাবানা!




‘ওঁকে চুম্বন করতে কে না চায়?’, ধর্মেন্দ্রকে চুম্বন নিয়ে অবশেষে মুখ খুললেন শাবানা আজমি। এই একটি দৃশ্যের জন্য ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’ ছবিতে রণবীর সিং-আলিয়া ভাটকে ছাপিয়ে গেলেন প্রবীণ দুই তারকা। করণ জোহরের কল্যাণে ধর্মেন্দ্র-শাবানার নাম সমস্ত সিনেপ্রেমীদের মুখে মুখে ফিরছে! শুধুই চুম্বনের কারণে নয়। তাঁদের অভিনয় গুণেও। আরও পড়ুন: Bollywood: ‘করণ কা কহানি’র সেরা তিন আবিষ্কার ধর্মেন্দ্র, শাবানা, টোটা রায়চৌধুরী সাত বছর পরে এই ছবি দিয়ে করণ আবার পরিচালনায় ফিরলেন। চেনা ছকের সামান্য বদল ঘটিয়ে তিনি একুশ প্রজন্মকে উপহার দিয়েছেন। ছবির একাধিক দৃশ্য, রোমান্স, গান দিয়ে। সেখানেই রণবীর-আলিয়ার সমান্তরাল প্রবীণ জুটি। ধর্মেন্দ্র রণবীরের ঠাকুর্দা। শাবানা আলিয়ার ঠাকুমা। বহু বছর আগে তাঁদের জীবনে প্রেম এসেছিল এক কবি সম্মেলনে। সেই হারানো প্রেম খুঁজে এনে দেয় ছবির এই প্রজন্মের নায়ক-নায়িকা। পর্দায় যতবার ধর্মেন্দ্র-শাবানার প্রেমের দৃশ্য এসেছে, দর্শক উৎফুল্ল। যদিও সম্প্রতি ধর্মেন্দ্র সেই বিশেষ নিয়ে বার্তা পাঠিয়েছেন। তিনিও ভাবতে পারেননি, এই নিয়ে এত বিতর্ক হবে। তাই চর্চা সরিয়ে তাঁর অভিনয় নিয়ে বক্তব্য রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। প্রায় একই কথা শাবানার মুখেও। তাঁর সাফ জবাব, ‘‘হ্যাঁ, এর আগে পর্দায় আমি বেশি চুম্বন দৃশ্যে অভিনয় করিনি। কিন্তু এই দৃশ্য চিত্রনাট্য মেনেই এসেছে। এবং দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় সেটের বাকিরা রীতিমতো আমাদের উৎসাহিত করেছেন। তখনও বুঝিনি এই দৃশ্য নিয়ে এত চর্চা হবে।’’ তারপরেই তাঁর বিস্ফোরক প্রশ্ন, ‘‘ধর্মেন্দ্র মতো এমন সুপুরুষকে কে চুমু খেতে চাইবে না?’’ শাবানার ঘনিষ্ঠ দৃশ্য দেখে কী বলছেন তাঁর গীতিকার স্বামী জাভেদ আখতার? এ প্রসঙ্গেও ভারী মজার কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, এই দৃশ্য নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তাঁর। আমার পাশে বসে দিব্যি ছবি দেখেছেন। তবে পর্দায় অভিনেত্রী যতবার এসেছেন ততবার প্রেক্ষাগৃহ উত্তাল হাততালি, সিটিতে। জাভেদ নাকি সে সব তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। আর পাশে বসা শাবানাকে রসিকতা করে বলেছেন, ‘‘আমার পাশে বসা রমণীই পর্দা কাঁপাচ্ছে? বিশ্বাসই হচ্ছে না!






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply