SponsorSlider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » আনন্দে ভাসছেন জাস্টিন-হেইলি! বিয়ের ৫ বছর পরে সন্তান আসছে ঘরে?
হেইলি বিবার ক্রপ টপ পরে দাঁড়িয়ে। হাসিমুখে নিজের পেটের উপরে দুটো হাত রেখেছেন। সেই ছবি টুইটারে ছড়িয়ে পড়তেই আনন্দে ভেসেছেন বিবার দম্পতির অনুরাগীরা। তাঁদের দাবি, সন্তান আসছে বিবার পরিবারে। তারই ইঙ্গিত এই ছবিতে। চলতি বছরের সেপ্টেম্বরে তাঁদের বিয়ের পাঁচ বছর। বছরের শুরুতেই তারকা দম্পতি আভাস দিয়েছিলেন, এবার তাঁরা সন্তান নিতে প্রস্তুত। আরও পড়ুন: Bollywood: যনজট, আবর্জনায় বেহাল মুম্বইয়ের রাস্তা! পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ‘অনুপমা’ রূপালি সম্প্রতি ড্রেকের 'ইটস অল আ ব্লার ট্যুর' কনসার্টে যোগ দিতে গিয়েছিলেন বিবার দম্পতি। ১৮ জুলাই নিউইয়র্কের বার্কলেস সেন্টার স্টেডিয়ামে শো চলাকালীন হেইলি একটি ছবি ভাগ করে নেন। সেখানেই তাঁর পেট দেখে অনুরাগীদের দাবি, তিনি অন্তঃসত্ত্বা। সম্ভবত কয়েক মাসের গর্ভবতী তিনি। স্ত্রীর পাশেই বসেছিলেন জাস্টিন। একটি বিশাল স্পিকারের উপরে। কানাডীয় পপ তারকার পরনে সাধারণ সাদা টি-শার্ট, ডেনিম শর্টস আর কালো টুপি। ছবিটি দেখেই জনৈকর মন্তব্য করে, "বেলি।" আর একজন আনন্দের সঙ্গে লেখেন, "তাঁর হাত তাঁর পেটে!" তৃতীয় একজনের অনুমান, "সে কি প্রিগার (গর্ভবতী)? মনে হচ্ছে।" সঙ্গে সঙ্গে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। ফেব্রুয়ারিতে, দম্পতি অবকাশ যাপনের সময় তাঁদের বন্ধুর নবজাতকের সঙ্গে ছবি তোলেন। অভিনেতা স্টিফেন বাল্ডউইনের মেয়েকে স্থানীয় রেস্তোরাঁয় বসে আদর করতেও দেখা গিয়েছে তাঁদের। তখনই অনুরাগীগের জল্পনা শুরু, এবার কি তারকা জুটিও মা-বাবা হবেন? পরে হেইলি এক সাক্ষাৎকারে জানান, তিনি পাগলের মতো বাচ্চা ভালবাসেন। কিন্তু মা হতে খুব ভয় তাঁর। তাই চাইলেও এই পথে হাঁটতে ভয় তাঁর। পাশাপাশি এও দাবি, সন্তানের জন্য তাঁরা নিজেদের প্রস্তুত করছেন। জন্মের পর সদ্যজাত যেন পৃথিবীর সব সুখ পায়, সেটাই তাঁদের একমাত্র লক্ষ্য


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply