ইউক্রেনে প্রবেশের সময় কার্গো জাহাজে রাশিয়ার গুলি
এবার ইউক্রেনে প্রবেশের সময় কৃষ্ণসাগরে এক কার্গো জাহাজকে লক্ষ্য করে সতর্কতামুলক গুলি ছুঁড়েছে রুশ যুদ্ধজাহাজ। সতর্কতামুলক গুলি করার বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর সিএনএনের।
সোমবার (১৪ আগস্ট) দেয়া এক বিবৃতি রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার নিষেধ করা সত্ত্বেও কার্গো জাহাজটি রুশ জলসীমা অতিক্রম করে ইউক্রেনের দিকে যাচ্ছিলো। এ সময় জাহাজটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোঁড়া হয়। পরে একটি রুশ সামরিক হেলিক্পটার জাহাজটিতে পৌঁছায়। প্রাথমিক তল্লাশিরপর জাহাজটিকে ইজমাইল বন্দরের উদ্দেশে ছেড়ে দেয়া হয়।
প্রসঙ্গত, ইউক্রেনের সাথে শস্য চুক্তি বাতিলের পর থেকেই জলসীমায় কড়াকড়ি আরোপ করে রাশিয়া। সম্প্রতি এক ঘোষণা মস্কো জানায় কৃষ্ণসাগরে চলাচলকারী সব জাহাজকেই হুমকি হিসেবে গন্য করা হবে।
Tag: English News lid news others world
No comments: