জার্মানিতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
জার্মানির ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী ঘূর্ণিঝড় সোলতান। এতে বেশ কয়েকজন আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে জার্মানির বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সোলতান’। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে জার্মানির বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সোলতান’।
ঘূর্ণিঝড়টি জার্মানির উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল বিশেষ করে নর্থরাইন, ভেস্টফালেন, নিদারজাক্সেন ও হামবুর্গসহ কয়েকটি তাণ্ডব চালায়। ঝড়ের কারণে দেশজুড়ে দমকা বাতাস ও বজ্রসহ ভারি বৃষ্টিপাত হয়। দেখা দেয় বন্যা পরিস্থিতি।
ঝড়ের প্রভাবে পূর্বসাগরে ৩ মিটারের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বন্দরনগরী হামবুর্গের বাসিন্দারা। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় ডুবে গেছে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা।
আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিগজাউম
ঘূর্ণিঝড়ের আঘাতে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার ট্রেন চলাচলও বিঘ্নিত হয়। এতে বিপাকে পড়েন হাজারো যাত্রী।
সড়ক মহাসড়কেও বন্ধ হয়ে যায় ভারী যানবাহন চলাচল। ঝড়ে অসংখ্য গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বেশ কিছু এলাকা।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিগজাউম /দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যা, চেন্নাইয়ে মৃত বেড়ে ১৭
শুক্রবার (২২ ডিসেম্বর) ঘূর্ণিঝড়টির তাণ্ডব ধীরে ধীরে থেমে যায়। তবে শনিবারও দেশজুড়ে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে জার্মান আবহাওয়া অধিদপ্তর।
No comments: