বিশ্বের ১ হাজার বিশিষ্ট ব্যক্তিকে ওমরাহ পালনের আমন্ত্রণ
পবিত্র ওমরাহ পালনের জন্য ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বকে আতিথ্য দিতে সম্মত হয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
সৌদি বাদশাহ’র নামে নামকরণ করা ওমরাহ ও হজ কর্মসূচির অধীনে এ আমন্ত্রণ তৈরি করা হয়েছে, যা পরিচালনা করছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
আরও পড়ুন: ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ বাংলাদেশি নিহত
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, আমন্ত্রিতদের ২৫০ জনের প্রথম দলটি বৃহস্পতিবার (৪ জানুয়ারি) থেকে সৌদি আরবে আসতে শুরু করেছেন। তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সসহ এশিয়ার ১৪টি দেশ থেকে যাচ্ছেন।
দেশটির ধর্মমন্ত্রী আব্দুল লতিফ আল শেখ বলেছেন,
এক হাজার আমন্ত্রিতের মধ্যে আলেম, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ বিশ্বের বিশিষ্ট অনেক মুসলিম ব্যক্তিত্ব থাকবেন।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, তারা এক হাজার ওমরাহযাত্রীকে আতিথ্য দেয়ার জন্য এরইমধ্যে প্রস্তুতি শেষ করেছেন।
আরও পড়ুন: সৌদিতে হজের রেজিস্ট্রেশন শুরু
সাম্প্রতিক মাসগুলোতে ওমরাহ পালনের জন্য আসা মুসল্লিদের জন্য অনেক সুযোগ-সুবিধা চালু করেছে সৌদি আরব। ভিসাধারী ব্যক্তিদের স্থল, আকাশ এবং সমুদ্রপথের মাধ্যমে প্রবেশের অনুমতি দিয়ে থাকে দেশটি।
Tag: English News lid news others world
No comments: