Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিপিএল ফাইনাল: মিরাজ বললেন, ক্রিকেট এমন একটা খেলা, যেদিন যারা ভালো খেলবে...




আগামীকাল বিপিএল ফাইনাল। পঞ্চম শিরোপার জন্য খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানস আর ফরচুন বরিশাল খেলবে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে। বিপিএল ফাইনালের আগে ঢাকার ঐতিহ্যকে তুলে ধরতে আজ আহসান মঞ্জিলে ট্রফি প্রদর্শনী হয়ে গেল, যেখানে কুমিল্লা অধিনায়ক লিটন দাস ও বরিশালের অধিনায়ক তামিম ইকবালের যাওয়ার কথা থাকলেও তাঁরা যাননি। তাঁদের পরিবর্তে গিয়েছেন দুই দলের দুই সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। ফাইনাল নিয়ে নিজেদের ভাবনা জানিয়েছেন দুই ক্রিকেটার। গত দুই আসরে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। এবার তাদের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। ফাইনালের আগে কুমিল্লাকে বাড়তি অনুপ্রেরণা দেবে একটি পরিসংখ্যান—কুমিল্লা কখনো ফাইনালে হারেনি। সর্বশেষ দুই মৌসুমের আগে ২০১৫ ও ২০১৯ সালে ফাইনাল উঠেও চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। দলটির সহ-অধিনায়ক জাকের বললেন, এবারও জিততে হলে ভালো পারফরম্যান্সই করতে হবে, ‘ফাইনালে উঠলেই যে ট্রফি পেয়ে যাব, এমন কিছু নয়। পারফর্ম করেই কুমিল্লা প্রতিবার চ্যাম্পিয়ন হয়েছে। যদি চ্যাম্পিয়ন হতে হয়, ফাইনালেও আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।’ আরও পড়ুন টি-টোয়েন্টি থেকে অবসর বিষয়ে বোমা ফাটালেন মুশফিক টি-টোয়েন্টি থেকে অবসর বিষয়ে বোমা ফাটালেন মুশফিক জাকের যোগ করেন, ‘কুমিল্লা ফাইনাল খেলতে অভ্যস্ত। আমরা দল হিসেবে জানি, কীভাবে বড় ম্যাচে পারফর্ম করতে হয়। আমাদের মনোযোগ সেখানেই থাকবে। যেহেতু ম্যাচটি ফাইনাল, অবশ্যই বরিশাল ভালো খেলেই এত দূর এসেছে। আমরা প্রতিপক্ষ হিসেবে সব দলকেই সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম হবে না। সব সময় চেষ্টা করি সেরা ক্রিকেট খেলতে, ফাইনালেও সেরাটা খেলার চেষ্টা করব।’ বিপিএল ট্রফি। কার হাতে উঠবে ট্রফি? বিপিএল ট্রফি। কার হাতে উঠবে ট্রফি?শামসুল হক বরিশালের অলরাউন্ডার মিরাজ এর আগে ফাইনাল খেলেছেন দুবার। ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি। এবার এই আক্ষেপ ঘোচাতে চান তিনি, ‘কখনো বিপিএলে ট্রফি জেতেনি। যদি চ্যাম্পিয়ন হতে পারি, এবারই প্রথম চ্যাম্পিয়ন হব। এর আগে দুবার ফাইনাল খেলেছি, এটা নিয়ে তৃতীয়বার হবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। সবাই চায় চ্যাম্পিয়ন হতে, কুমিল্লাও চায়। মাঠে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’ মিরাজ আশা করছেন দুই দলের এই ফাইনাল হবে জমজমাট, ‘ক্রিকেট এমন একটা খেলা, যেদিন যারা ভালো খেলবে তারা জিতবে। এর আগেও বরিশাল-কুমিল্লা ফাইনাল হয়েছে, সেবার বরিশাল ১ রানে হেরেছে। আশা করছি, আবার ভালো একটা ম্যাচ হবে, সবাই উপভোগ করবে। কুমিল্লা সব সময়ই অনেক বড় দল, তারা অনেক ভালো দল সব সময়ই গড়ে। প্রতিপক্ষ হিসেবে চ্যালেঞ্জিং হবে, সহজ হবে না। দুই দলের খেলাটা ভালো হবে। কারণ, আমাদের দলও অনেক শক্তিশালী। আমাদের দলেও অভিজ্ঞ খেলোয়াড় আছে, দেশের বাইরে যারা আছে, তারাও খুব ভালো খেলোয়াড়।’ গতবার বিপিএল ফাইনালের ট্রফি প্রদর্শনী হয়েছে মেট্রোরেলে, এবার আহসান মঞ্জিলে। বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মিরাজ, ‘এটা বিশাল বড় একটা ব্যাপার। এর মাধ্যমে দেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হচ্ছে। দিনে দিনে আমাদের ঐতিহ্যকে মানুষ ভুলে যাচ্ছে, নতুন প্রজন্ম অনেক কিছুই জানছে না। এর মাধ্যমে হয়তো মানুষ নতুন করে জানছে। ভালো লাগার বিষয়।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply