তিন বছরের মধ্যে পাওয়া যাবে ক্যান্সারের টিকা: রাশিয়া
আগামী দুই বা তিন বছরের মধ্যে ক্যান্সারের টিকা পাওয়া সম্ভব হবে বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ( ২১ মার্চ) এমন তথ্য দিয়েছেন রাশিয়ার ফেডারেল মেডিকেল-বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) একজন উচ্চ পদস্থ কর্মকর্তা।
দুই বা তিন বছরের মধ্যে ক্যান্সারের টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে রাশিয়া। ছবি:সংগৃহীত
গত মাসে রাশিয়া ক্যান্সারের টিকা আবিষ্কার করা থেকে মাত্র এক ধাপ পিছিয়ে আছে প্রেসিডেন্ট পুতিনের এমন বক্তব্যের পর এই ঘোষণা দিলেন এফএমবিএ কর্মকর্তা।
তিনি বলেন, যদি এই গবেষণার কাজে আইন প্রণেতাদের কাছ থেকে পর্যাপ্ত ফান্ড ও সমর্থন পাওয়া যায় তাহলে রাশিয়ার চিকিৎসা গবেষকরা আগামী বছর দুইয়ের মধ্যে ক্যান্সারের টিকা আবিষ্কার করতে সক্ষম হবেন।
আরও পড়ুন:ক্যান্সার ভ্যাকসিন তৈরির কাছাকাছি রাশিয়া: পুতিন
লোপুখিন ফেডারেল সায়েন্টিফিক অ্যান্ড ক্লিনিক্যাল সেন্টার ফর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেডিসিনের উপ-পরিচালক ভ্যাসিলি লাজারেভ রাশিয়ার সংবাদমাধ্যম আরটিভিআই কে বলেন,
আর্থিক সহায়তা পেলে আমি মনে করি যে দুই বা তিন বছরের মধ্যে বিদ্যমান সংস্থাগুলি ‘অনকোলজি ভ্যাকসিনগুলো পরীক্ষা নীরিক্ষার আওতায় আনতে সক্ষম হবে। বলেন, আমাদের কাছে সরঞ্জাম আছে, উৎপাদন প্রক্রিয়া আছে। আমি মনে করি এই টিকা তৈরি করা আমাদের জন্য কঠিন কিছু হবে না।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে 'নরোভাইরাস'
পুতিন গত মাসে মস্কোতে ফিউচার টেকনোলজিস ফোরামে ক্যান্সার ভ্যাকসিনের অগ্রগতির কথা প্রকাশ করেন। রাশিয়ার চিকিৎসা প্রযুক্তির এই উৎকর্ষকে বিজ্ঞান কল্পকাহিনীর কাছাকাছি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
সূত্র: আরটি
No comments: