Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নিশিন্দার পাতা পরজীবী নাশক এবং এর যক্ষা ও ক্যানন্সারবিরোধী গুণ রয়েছে।




নিশিন্দার পাতা পরজীবী নাশক এবং এর যক্ষা ও ক্যানন্সারবিরোধী গুণ রয়েছে।

বীজ হতে বংশবিস্তার সম্ভব হলেও অঙ্গজভাবেই নিশিন্দার বংশবিস্তার সহজ ও প্রচলিত। শজিনার মতো এর কাটিঙের মাধ্যমে বংশবিস্তার করা হয়। অভিজাত নার্সারীতেও নিশিন্দর চারা পাওয়া যায়। বর্তমানে এর চাষের ব্যাপক প্রচলন না থাকলেও হেজ (hedge) উদ্ভিদ হিসেবে বহুল ব্যবহার রয়েছে। ঔষধি গুন ১। নিশিন্দার পাতা পরজীবী নাশক এবং এর যক্ষা ও ক্যানন্সারবিরোধী গুণ রয়েছে। ২। পাতা গরম করে যে কোনো ফোলার উপর বা মচকানোর ব্যথা ও প্রদাহ স্থানে রেকে গরম কাপড় দিয়ে বেঁধে দিয়ে দিনে ৪/৫ বার বদলাবেন। এতে দুএকদিনের মধ্যে ফোলা কমে যাবে। দেহের যে কোনো স্থানের টিউমারে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগালে কয়েকদিনের মধ্যে টিউমার অদৃশ্য হয়ে যাবে। ৩। পাতার রস বা পাতা বেটে সরিষার তেলে পাক করে সে তেল ২/১ ফোঁটা কানে দিলে কানের রোগ আরোগ্য হয়। কানের সব ধরণের ব্যথায় ক্ষতেও এটি ব্যবহার করা যায়। ৪। পাতা চূর্ণ সিকি গ্রাম পরিমাণ খেলে (পূণবয়স্কদের জন্য) গুঁড়া কৃমির উপদ্রব কমে যায়। ৫। নিশিন্দ গেঁটে বাত সারায় (Ghani, 2003), গেঁটে বাত (Gout) রোগে নিশিন্দার পাঁচন মোক্ষম ওষুধ। সঙ্গে যদি জ্বর থকে, তবুও এতে সুফল পাওয়া যাবে। ৫ গ্রাম পরিমাণ পাতা সিদ্ধ করে ছেঁকে সে পানি খেতে হয়। তবে উচ্চ রক্তচাপ থাকলে খাওয়া ঠিক নয়।বাংলা নামঃ নিশিন্দা ইংরেজি নামঃ Chaste Tree. বৈজ্ঞানিক নামঃ Vitex negundo Linn. পরিবারঃ Verbenaceae.






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply