ট্রাম্পকে বাইডেনের অভিনন্দন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি
প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (৬ নভেম্বর) ফোন করে তিনি এ অভিনন্দন জানান বলে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়।
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হোয়াইট হাউজে সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।
বাইডেন নির্বাচনের ফল ও ক্ষমতা হস্তান্তর নিয়ে আগামী বৃহস্পতিবার জাতির সামনে ভাষণ দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: হাঁকডাক দিয়েও ট্রাম্পের কাছে কীভাবে ধরাশায়ী হলেন কমলা?
প্রেসিডেন্ট পদে হেরে যাওয়া কমলা হ্যারিসের সাথেও কথা বলেছেন বাইডেন। নির্বাচনে ‘ঐতিহাসিক প্রচারণার’ জন্য তিনি নিজ দলের এই প্রার্থীতে অভিনন্দন জানান।
২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়েই হোয়াইট হাউজের মসনদে বসেছিলেন বাইডেন। এবারের নির্বাচনেও ট্রাম্পের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, তবে ট্রাম্পের সঙ্গে বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর দলের পরামর্শে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। নির্বাচনে বাইডেনের জায়গায় ডেমোক্রেটদের প্রার্থী হন বর্তমান বর্তমার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
আরও পড়ুন: হারের পর ট্রাম্পকে কমলার ফোন
স্থানীয় সময় গত মঙ্গলবার (৫ নভেম্বর) হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। এখনো তিনটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।
No comments: