গাজায় সম্ভাব্য গণহত্যার আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত: পোপ ফ্রান্সিস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সম্ভাব্য গণহত্যার আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলে মনে করেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, ইসরাইলি আগ্রাসনে গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা হয়েছে কি না, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের তদন্ত করে দেখা উচিত।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ছবি: রয়টার্স
গত বছরের (২০২৩) ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র রাজনৈতিক সংগঠন হামাস। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। আরও প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। হামাসের হামলার জবাবে ওই দিনই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরাইল।
গত এক বছরেরও বেশি সময় ধরে সেই হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় হাজার হাজার টন বোমা ব্যবহার করেছে ইসরাইলি বাহিনী। প্রতিরোধের চেষ্টা করলেও তাতে গাজার ধ্বংস ঠেকাতে পারেনি হামাস। ফলে হাজার হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছেনে। ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়েছেন লাখ লাখ।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন, গাজায় যা ঘটছে তার মধ্যে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের একটি বিশেষ কমিটির প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের নীতি ও আচরণে 'গণহত্যার বৈশিষ্ট' পাওয়া গেছে।
আরও পড়ুন: এবার ইসরাইলি হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহতের দাবি
এবার ওই প্রতিবেদনেরই প্রতিধ্বনি করলেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইতালির দৈনিক লা স্ট্যাম্পায় এক সাক্ষাৎকারে নতুন একটি বইয়ের সারমর্মের বরাত দিয়ে তিনি বলেন, কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ এরই বলেছেন ‘গাজায় যা ঘটছে তার মধ্যে একটি গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে।’
পোপ বলেন, আমাদের সতর্কতার সঙ্গে তদন্ত করে দেখা উচিত যে আন্তর্জাতিক আইনজ্ঞ ও সংস্থাগুলোর প্রণীত কারিগরি সংজ্ঞার সঙ্গে এটি (গণহত্যার) খাপ খায় কি না। তবে ইসরাইল গণহত্যার সব অভিযোগ অস্বীকার করে আসছে। পোপের মন্তব্যের বিষয়ে এখনও মন্তব্য করেনি ইসরাইল।
গাজায় গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে গত ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের জানুয়ারিতে আদালতের বিচারকরা ইসরাইলকে তার সেনারা যাতে কোনো গণহত্যা না করে, তা নিশ্চিত করার নির্দেশ দেন। গাজায় গণহত্যা হয়েছে কি না তা, নিয়ে আদালত এখনও রায় দেয়নি।
আরও পড়ুন: গাজায় আরও ৪৩ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
পোপ ফ্রান্সিস সাধারণত আন্তর্জাতিক সংঘাতে কোনো পক্ষ না নিতে এবং উত্তেজনা প্রশমনের ওপর জোর দিতে সতর্ক থাকেন। তবে সম্প্রতি গাজায় ইসরাইলের আচরণের সমালোচনা করেছেন তিনি।
যেমন সম্প্রতি গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি শিশুদের মৃত্যুর নিন্দা জানান পোপপ। এরপর তিনি লেবাননে ইসরাইলের বিমান হামলাকে 'নৈতিকতার বাইরে' বলে তীব্র সমালোচনা করেন। তবে পোপ ফ্রান্সিস এর আগে কখনও গাজার পরিস্থিতিকে প্রকাশ্যে গণহত্যা হিসেবে বর্ণনা করেননি।
No comments: