নির্বাচন করতে গিয়ে ঋণের জালে ডেমোক্র্যাটরা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের মন জয়ে মিলিয়ন ডলার ব্যয় করেছে ডেমোক্রেটিক প্রার্থী। সেটা করতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েছে দলটি। এই ঋণের পরিমাণ প্রায় ২০ মিলিয়ন ডলার বলে মনে করা হচ্ছে। রোববার (১৭ নভেম্বর) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত
টেলিগ্রাফ দাবি করেছে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণায় শুধু আইসক্রিম ও ডেলিভারি চার্জের জন্য ২৪ হাজারের বেশি ডলার ব্যয় করেছে কমলাশিবির। এতে আরও বলা হয়েছে, ডেমোক্র্যাটরা দাতাদের কাছ থেকে প্রাপ্ত তহবিলের ১.৫ বিলিয়ন ডলার নষ্ট করেছে।
আরও পড়ুন: কমলার নির্বাচনী ব্যয়ের চাপ সামলাতে সহায়তার হাত বাড়ালেন ট্রাম্প
ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, গত জুলাই মাস থেকে নির্বাচনের আগে পর্যন্ত ডেমোক্র্যাটরা খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম ‘উবার ইটস’ ও ‘ডোরড্যাশে’ই খরচ করেছে ১৪ হাজার ৯৭৪ ডলার।
এর মধ্যে ৮ হাজার ৯২৯ ডলার আইসক্রিমের জন্য সুইট লুসির আইসক্রিম এবং জেনির স্প্লেন্ডিড আইসক্রিম পার্লারে খরচ করেছে। এছাড়া টিম ওয়ালজের সফরের জন্য অ্যারিজোনা বোর্ড গেম ক্যাফে স্নেকস অ্যান্ড ল্যাতেস-এ ছয় হাজার ডলার ব্যয় হয়েছে।
নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছ পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে কমলার প্রচারশিবির। কেননা নির্বাচনী প্রচারে কমলার চেয়ে অনেক কম খরচ করেছে ট্রাম্পশিবির। ধারণা করা হচ্ছে, কমলাশিবিরের এখনো ২০ মিলিয়ন ডলার ঋণ রয়েছে।
আরও পড়ুন:ট্রাম্পের কাছে হারার পর এখন কী করবেন কমলা?
এছাড়া নির্বাচনী সমাবেশের শেষের দিকগুলোতে ডেমোক্র্যাটরা প্রাইভেট জেট ভ্রমণেই ব্যয় করেছে ২.৬ মিলিয়ন ডলার। গত ১ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যেই দক্ষিণ ফ্লোরিডা-ভিত্তিক ফার্ম প্রাইভেট জেট সার্ভিসেস গ্রুপের কাছে প্রায় ২.২ মিলিয়ন ডলার ও ভার্জিনিয়ার অ্যাডভান্সড এভিয়েশন টিমের কাছে ৪ লাখ ৩০ হাজার ডলার ধার ছিল কমলা শিবিরের।
No comments: