Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাচ্চাকে কথা বলানোর উপায়




বাচ্চাকে কথা বলানোর উপায়শ্রবণক্ষমতা: বাচ্চা কানে সঠিকভাবে শুনতে পায় কি না দেখুন। যে বাচ্চা কথা শুনতে পায় না, সে কথা শিখবে কী করে ? কথা বলতেও সে পারবে না। বাচ্চার হিয়ারিং লস-এর পিছনে কোনও নির্দিষ্ট কারণ নেই। তবে বাচ্চা গর্ভে থাকাকালীন সময়ে মায়ের রুবেলা থাকলে, রক্তে বিলিরুবিনের মাত্রা বেশি থাকলে, বাচ্চার মায়ের সুগার, হাইব্লাডপ্রেশার, থাইরয়েডের সমস্যা এবং অন্যান্য আরও কিছু সমস্যা থাকলে এবং জন্মের পর বাচ্চাকে ৪৮ ঘণ্টারও বেশি সময় নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকতে হলে বাচ্চার জন্মের পর হিয়ারিং টেস্ট অবশ্যই করাতে হবে। মুশকিল হল, আমাদের দেশে হিয়ারিং লস ধরা পড়তে পড়তে বাচ্চার বয়স প্রায় আড়াই থেকে তিন বছর বছর হয়ে যায়। সমস্যা হল কোনও বাচ্চার তিন বছর বয়সের মধ্যে চিকিৎসা শুরু না হলে বাচ্চা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিজিজ (জিডিডি): বাচ্চার বিকাশজনিত এই সমস্যায় হাঁটা, চলা, বসা, ঘাড় শক্ত হওয়া সবই দেরিতে হয়। সাধারণভাবে একটি বাচ্চার ঘাড় শক্ত হয়ে যাওয়া উচিত ছমাসের মধ্যে। খুব বেশি হলে নয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাই ছমাসের পরেও বাচ্চার ঘাড় শক্ত না হলে অভিভাবকদের সতর্ক হওয়া উচিত। অন্তত একবছর কেটে যাওয়ার পরেও ঘাড় সঠিকভাবে শক্ত না হলে বাচ্চার কথা বলতেও কিন্তু দেরি হবে। আবার একটি বাচ্চার এক বছরের মধ্যে হাঁটতে শিখে যাওয়া উচিত। কোনও কোনও বাচ্চা দেরিতে হাঁটতে শিখলে তার কথা বলতেও দেরি হবে। এছাড়া বুদ্ধাঙ্ক বা আই কিউ কম হওয়ার আশঙ্কাও থাকে। এক্ষেত্রে শিশুটি দুবছরের মধ্যে হাঁটতে না শিখলে পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট বা স্পিচ থেরাপিস্টের সাহায্য নিতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply