রক্তশূন্যতা হওয়া (এক)
রক্ত মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। রক্ত গঠিত হয় রক্তরস এবং রক্তকণিকা নিয়ে। রক্তকণিকা তিন প্রকার। যথাঃ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। রক্তের লোহিত রক্তকণিকার মাধ্যমেই বেচেঁ থাকার প্রধান উপকরণ অক্সিজেন পৌঁছে যায় আমাদের শরীরের প্রতিটি কোষে। আবার এর মাধ্যমেই কোষে তৈরী হওয়া বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড নিষ্কাশিত হয় দেহ থেকে। লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ রক্তের অক্সিজেন এবং কার্বন ডাই-অক্সাইড পরিবহনে মূল ভূমিকা পালন করে।
রক্তশূন্যতা হলো রক্তের এমন একটি রোগ যেখানে রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন স্বাভাবিক সংখ্যার চেয়ে কম থাকে অর্থাৎ, রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পায়।
রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা
রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা সাধারণত লিঙ্গ, বয়স এবং স্বাস্থ্যগত অবস্থার উপর নির্ভর করে। অস্বাভাবিকভাবে কম মাত্রার হিমোগ্লোবিন রক্তশূন্যতা নির্দেশ করে।
বয়স ও লিঙ্গভেদে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রার তালিকাঃ
বয়স ও লিঙ্গ মাত্রা (গ্রাম/ডেসিলিটার)
নবজাতক ১৪ – ২৪
০ – ২ সপ্তাহ ১২ – ২০
২ – ৬ মাস ১০ – ১৭
৬ মাস – ১ বছর ৯.৫ – ১৪
১ – ৬ বছর ৯.৫ – ১৪
৬ – ১৮ বছর ১০ – ১৫.৫
পূর্ণবয়স্ক পুরুষ ১৪ – ১৮
পূর্ণবয়স্ক নারী ১২ – ১৬
গর্ভবতী নারী >১১
No comments: