Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হাঁপানির চিকিৎসা ইনহেলড কর্টিকোস্টেরয়েড ( পাঁচ)




হাঁপানির চিকিৎসা ইনহেলড কর্টিকোস্টেরয়েড ( পাঁচ) হাঁপানির চিকিৎসা রোগীর উপসর্গগুলোকে সহজ করতে পারে। ডাক্তারে নির্দেশনা অনুযায়ী চিকিৎসা এবং ঔষধের রূপরেখা তৈরি হবে। তার অন্তর্ভুক্ত হতে পারেঃ ইনহেলড কর্টিকোস্টেরয়েড এই ওষুধগুলো দীর্ঘমেয়াদে হাঁপানির চিকিৎসায় ব্যবহৃত হয়। তার মানে রোগীকে হাঁপানি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন এগুলো গ্রহণ করতে হবে। এগুলো শ্বাসনালীর ভিতরে ফোলা প্রতিরোধ করে এবং কম শ্লেষ্মা তৈরি করতে সহায়তা করে। ফুসফুসে ঔষধ পৌছানোর জন্য ইনহেলার নামক একটি ডিভাইস ব্যবহার করতে হয়। সাধারণত যে কর্টিকোস্টেরয়েডগুলো ব্যবহার করা হয় সেগুলো হলোঃ বেক্লোমেথাসোন (Beclomethasone) বুডেসোনাইড (Budesonide) ফ্লুটিকাসোন (Fluticasone) লিউকোট্রিন মডিফায়ার

এটি আরেকটি দীর্ঘমেয়াদী হাঁপানির চিকিৎসা। এই ঔষধগুলো লিউকোট্রিনকে ব্লক করে। লিউকোট্রিন শরীরের এমন একটা জিনিস যা হাঁপানির আক্রমণকে উৎসাহিত করে। এগুলো দিনে একবার বড়ি হিসেবে খেতে হয়। যেমনঃ মন্টেলুকাস্ট (Montelucast) জাফিরলুকাস্ট (Zafirlucast) দীর্ঘ কার্যকর বিটা-অ্যাগোনিস্ট এই ঔষধগুলো রোগীর শ্বাসনালীকে ঘিরে থাকা পেশী ব্যান্ডগুলোকে শিথিল করে। এদের ব্রঙ্কোডাইলেটরও বলা হয়। একটি ইনহেলার দিয়ে এই ঔষধগুলো গ্রহণ করতে হয়। যেমনঃ সাইক্লেসোনাইড (Ciclesonide) ফর্মোটেরোল (Formoterol) মোমেটাসোন (Mometasone) সালমিটারোল (Salmeterol) কম্বিনেশন ইনহেলার হাঁপানি কমানোর জন্য এই ডিভাইসটি রোগীকে একই সাথে একটি ইনহেলড কর্টিকোস্টেরয়েড এবং একটি দীর্ঘ কার্যকর বিটা-অ্যাগোনিস্ট সরবরাহ করে। যেমনঃ বুডেসোনাইড এবং ফর্মোটেরল ফ্লুটিকাসোন এবং সালমিটারোল মোমেটাসোন এবং ফরমোটেরোল থিওফাইলাইন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply