গাংনী মাঠে ফুটবল টুর্নামেন্টে আমতৈল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
গাংনী মাঠে ফুটবল টুর্নামেন্টে আমতৈল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে
হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সালেহীনের দেওয়া একমাত্র গোলে আমতৈল ফুটবল একাদশ মানিকদিয়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের সালেহীন ম্যান অব দ্যা ম্যাচ। এবং বিদ্যুৎ ম্যান অব দা টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন। খেলা শেষে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা গাংনী থানার ওসি বাণী ইসরাইল চ্যাম্পিয়ন আমতৈল একাদশকে ট্রফিসহ নগদ এক লক্ষ টাকা। এবং রানারআপ মানিকদিয়া ফুটবল একাদশকে ট্রফি সহ নগদ ৬০ হাজার টাকা তুলে দেন।
এদিকে খেলা শুরুর প্রাক্কালে তেতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক এবং বামুন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল সেখানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাহিদুল ইসলাম।খেলা শেষ হতে দুই মিনিট বাকি, রেফারি আব্বাস উদ্দিন মাঝমাঠ থেকে দুই আঙ্গুল ইশারা করে জানিয়ে দিলেন। রেফারিদের দুই মিনিটের ইঙ্গিত পেয়ে মাঠের ভলেন্টিয়ারও যে যার মত জায়গায় দাঁড়িয়ে পড়লেন, যাতে করে টাইব্রেকারের সময় দর্শক মাঠে প্রবেশ করতে না পারে। এরই মাঝে অতিরিক্ত সময়ের এক মিনিট পার হয়ে গেছে। কেবল অপেক্ষার পালা রেফারির শেষ বাঁশির। ঠিক সেই মুহূর্তে ডান প্রান্তে ফাঁকায় দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পায়ে বল। বিদ্যুৎ তড়িৎ গতিতে বলটি অপর প্রান্তে আনমার্কে দাঁড়িয়ে থাকা দলীয় অধিনায়ক সালেহীনের উদ্দেশ্যে বলটি ফেললেন। সালেহীন আলতো টোকায় গোলরক্ষ প্রদীপকে পরাস্ত করে বল ফেললেন জালে। সঙ্গে সঙ্গে গগন বিদারী স্লোগান। আর মুহু মুহু পটকার আওয়াজে ফুটবল মাঠ তখন প্রকম্পিত অবস্থা। অর্থাৎ খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড পূর্বে গোল করে শিরোপা জয় করল আমতৈল ফুটবল একাদশ।
Tag: games national Zilla News
No comments: