প্রচলিত ধারণা | ফুলের গন্ধে সাপ আসে
প্রচলিত ধারণা | ফুলের গন্ধে সাপ আসে
প্রকৃত ঘটনা | রাতে সুগন্ধি ফুলগাছের কাছে যেতে নিষেধ করেন অনেকেই। কারণ, ফুলের গন্ধে নাকি সাপ আসে। ফুলবাগানে সাপ থাকা অসম্ভব নয়। কিন্তু ফুলের গন্ধে কি সাপ আসে? সাপের ঘ্রাণশক্তি বেশ প্রখর। কিন্তু সাপ ফুলের গন্ধে পাগল হয়ে ফুলগাছের কাছে আসে, সেটা ভাবার কোনো কারণ নেই। আসলে রাতে ফোটা ফুল পরাগায়ণের জন্য মধুলোভী কীটপতঙ্গকে আকর্ষণ করতে চায়। সে জন্য রাতের বেশির ভাগ ফুলের রং সাদা আর তাদের গন্ধও বেশ মিষ্টি। খাদ্যশৃঙ্খলের নিয়মে মধুলোভী কীটপতঙ্গ দিয়ে ভোজ সারতে ছুটে আসে ব্যাঙ। কখনো কখনো এ ব্যাঙ খেতে আসে ক্ষুধার্ত সাপ। তাই ফুলের গন্ধে নয়, ব্যাঙের গন্ধে সাপ আসে। সে জন্য রাতে ফুলের বাগানে সাবধানে যাওয়াই ভালো।
Tag: others

No comments: