Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জুতা-স্যান্ডেল পায়ে দেন না যে গ্রামের মানুষ




জুতা-স্যান্ডেল পায়ে দেন না যে গ্রামের মানুষ,

গ্রামের কোনো মানুষই জুতা-স্যান্ডেল পরেন না। খালি পায়েই হাঁটেন। বছরের পর বছর ধরে চলে আসছে এই চর্চা। শুনতে অবাক লাগলেও আমাদের এ বসুন্ধরাতেই রয়েছে এমন অদ্ভুত গ্রাম। আন্দামান নামের এ গ্রামটির অবস্থান ভারতের তামিলনাড়ু রাজ্যে। দেবীর সম্মানে গ্রামটিতে জুতা-স্যান্ডেল নিষিদ্ধ! চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটার দূরে আন্দামান গ্রামের অবস্থান। গ্রামটিতে ১৩০ পরিবারের বসবাস। এখানকার মানুষ চাষাবাদের পাশাপাশি মাঠে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। বাসিন্দাদের মধ্যে শুধু বয়স্ক অথবা অসুস্থ কোনো মানুষই শুধু জুতা-স্যান্ডেল পরে গ্রামে হাঁটতে পারেন। তা ছাড়া আর কেউই পরেন না। তবে গ্রীষ্মকালে প্রখর খরতাপের মধ্যে উত্তপ্ত মাটিতে হাঁটার সময় পায়ের সুরক্ষায় কিছু মানুষ চপ্পল ব্যবহার করে থাকেন। গ্রামের শিশুরাও খালি পায়েই স্কুলে যায়। গ্রামের মানুষ জুতা-স্যান্ডেল পরার পরিবর্তে হাতে করে বহন করেন। যেন তারা তাদের কোনো ব্যাগ বা পার্স বহন করছেন।পুরোনো এ বিশ্বাস নিয়েই চলছেন আন্দামানের বাসিন্দারা। তাদের বিশ্বাস, যদি তারা এ প্রথার চর্চায় অস্বীকার করেন, তাহলে রহস্যময় এক জ্বরে আক্রান্ত হবে; যেটি পুরো গ্রামে ছড়িয়ে পড়বে এবং সবাইকে শেষ করে করে দেবে। এ কারণেই তারা জুতা পায়ে দিতে চান না এবং যেখানেই যান খালি পায়ে হাঁটেন। সূত্র: নিউজএইটিন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply