Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ত্রিশ বছর ধরে ঘুমাননি তিনি




ত্রিশ বছর ধরে ঘুমাননি তিনি

নির্ঘুম কতদিন থাকতে পারবেন? এক, দুই, সর্বোচ্চ তিন দিন। অথচ ভিয়েতনামের এক নারী টানা ত্রিশ বছর ধরে নির্ঘুম দিন-রাত পার করছেন। প্রথম দিকে কিছু শারীরিক সমস্যা হলেও এখন কোনো সমস্যা হয় না তার। এখন তাকে বলা হচ্ছে ‘স্লিপলেস মিউট্যান্ট’। ৪৯ বছর বয়সী ওই নারীর নাম নুগুয়েন এনগক মাই কিম। তিনি লং আন প্রদেশের বাসিন্দা। নুগুয়েন পেশায় দর্জি। নুগুয়েনের কিন্তু জন্মের সময় এমন অবস্থা ছিল না। তবে তার ধীরে ধীরে ঘুম চলে যাওয়ার অন্যতম কারণ হলো প্রথমের দিকে তিনি রাত জেগে বই পড়তেন এবং পরে রাতে দর্জির কাজ করতেন। নুগুয়েন বলেন, ‘প্রথমে কয়েক মাস, বছর নির্ঘুম থাকার পর একপর্যায়ে দেখলাম আমার চোখ ও শরীর নিদ্রাহীনতায় অভ্যস্ত। তখন আমি ঘুমানোর চেষ্টা করলেও পারতাম না।’ নুগুয়েনের কয়েক দশকের অনিদ্রার বিষয়টি এখনো চিকিৎসাগতভাবে যাচাই করা হয়নি। দেশটিতে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে গত বছর ট্রান থি থুউ দাবি করেছিলেন তিনি এক দশক ধরে নির্ঘুম রয়েছেন। আর ৮০ বছর বয়সী থাই এনগোক বলেছিলেন, তিনি ৬০ বছর ধরে ঘুমাননি। সূত্র: অডিটিসেন্ট্রাল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply