Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নয় বছর পর মালিককে চিনে ফেলল কুকুর




তুমি বরং কুকুর পোষো, প্রভুভক্ত খুনসুটিতে কাটবে তোমার নিবিড় সময়- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর একটি কবিতার প্রথম দুটি চরণ এটি। প্রাণীদের মধ্যে কুকুর খুবই প্রভুভক্ত- এ কথা আমরা সবাই জানি। মালিকের জন্য জীবনও বিলিয়ে দিতে পারে এ প্রাণীটি। এসব কারণেই হয়তো কুকুরের প্রতি মানুষের একটি আজন্ম অকৃত্রিম ভালোবাসা রয়েছে। আর এমনই একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে লাস ভেগাসে। প্রায় ৯ বছর পর মালিককে ফিরে পেল একটি কুকুর। সালটা ২০১৫, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ২৮ বছর বয়সী মোনারেজ। সঙ্গে থাকত ২ বছর বয়সী তার পোষা কুকুর গিজমো। হঠাৎ একদিন বাড়ির পেছনের গেট দিয়ে বের হয়ে আর ফিরে আসেনি কুকুরটি। এরপর কেটে গেছে প্রায় ৯ বছর। ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি শেষে শিক্ষকতা পেশা শুরু করেছেন মোনারেজ। বয়স হয়েছে ৩৭। তাই বলে গিজমোর প্রতি ভালোবাসার কমতি হয়নি তার। সবসময় খুঁজে বেড়াতেন হারানো কুকুরকে। এরপর গত ১৭ জুলাই পশু হাসপাতালের একটি মেইল পান মোনারেজ। সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান সেখানে। ৯ বছর পরও নাম ধরে ডাকতেই সাড়া দেয় গিজমো। তার মাইক্রোচিপ স্ক্যান করে পশু চিকিৎসকরা নিশ্চিত হন এটাই বহুদিন আগে হারিয়ে যাওয়া মোনারেজের পোষা কুকুর। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মোনারেজ জানান, ৯ বছরে অনেকটাই পাল্টে গেছে গিজমো। তাকে অসুস্থ অবস্থায় এক মহিলা খুঁজে পান। এরপর শহরের ওই পশু হাসপাতালে রেখে যান তিনি। মোনারেজের মতে, এত বছর পর গিজমোকে খুঁজে পাওয়া একটি অলৌকিক ঘটনা। ৯ বছরে তারও বয়স বেড়ে ১১ হয়েছে। এখন অনেকটাই অসুস্থ। তা সত্ত্বে ও গিজমোকে বাড়িতেই নিয়ে আসেন মোনারেজ। নিজের কাছে রেখেই কুকুরটিকে চিকিৎসা দিচ্ছেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply