পেঁপের কান্ড পচা রোগ
রোগের নামঃ
পেঁপের কান্ড পচা রোগ Stem Rot of Papaya (Pythium aphenidermatum) ছত্রাকজনিত রোগ
লক্ষণঃ
এ রোগের জীবাণুর আক্রমণে বর্ষা মৌসুমে কান্ড পচা রোগ দেখা যায়।
অংকুরিত বীজে আক্রমণ হলে চারা গজানোর আগেই বীজ পচে যায়।
আক্রান্ত অংশের আঁশ পােচ যায় এবং সামান্য বাতাসে গাছ ভেঙ্গে পড়ে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
রোগাক্রান্ত চারা দেখা মাত্র তা তুলে ধ্বংস করা।
গাছের গোড়ায় পানি নিকাশের ভাল ব্যবস্থা করা।
বীজতলার মাটি ৫% ফরমালিন দ্বারা জীবাণু মুক্ত করা।
এ রোগের লক্ষণ দেখা দিলে গাছের কান্ডের চারিদিকে ১% বর্দোমিকচার বা কুপ্রাভিট (০.৪%) বা রিডোমেল গোল্ড (০.২%) স্প্রে করা।
No comments: