মেহেরপুর বড় বাজারে প্রাচীন আমলের শ্রী শ্রী সিদ্ধেশরী কালী মন্দির
মেহেরপুর বড় বাজারে প্রাচীন আমলের শ্রী শ্রী সিদ্ধেশরী কালী মন্দির,
মেহেরপুর জেলা সদরের কাছে বড় বাজারে প্রাচীন আমলের শ্রী শ্রী সিদ্ধেশরী কালী মন্দির অবস্থিত। প্রতি বছরই এই কালী মন্দিরে কালী পূজা, দূর্গা পূজা ও সরস্বতী পূজাসহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বৈশাখ মাসের শেষ সংক্রান্তিতে শ্রী শ্রী সিদ্ধেশরী কালী মন্দিরকে ঘিরে বৈশাখ সংক্রান্তির মেলা বসে। সেসময় সারাদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য আগ্রহী দর্শনার্থীরা মেলা দেখতে আসেন।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু পার হয়ে মেহেরপুর যেতে হয়। ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে জেআর, রয়েল, এসএম, মেহেরপুর ডিলাক্স, চুয়াডাঙ্গা এক্সপ্রেস, এসবি পরিবহণ এবং শ্যামলী পরিবহণের এসি/নন-এসি বাসে মেহেরপুর যাওয়া যায়। মেহেরপুর শহরের জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দির পৌঁছাতে পারবেন।
কোথায় থাকবেন
রাত্রিযাপনের জন্য মেহেরপুর শহরের বাস স্ট্যান্ড রোড ও বড় বাজারে বেশকিছু আবাসিক হোটেল রয়েছে এদের মধ্যে হোটেল নাইট বিলাস, হোটেল অনাবিল, প্রিন্স আবাসিক, ফিন টাওয়ার ও রনি আবাসিক হোটেল অন্যতম। এছাড়াও পর্যটন মোটেল, সার্কিট হাউজ, গনপূর্ত রেস্ট হাউজ ও জেলা পরিষদের ডাক বাংলোতে অনুমতি সাপেক্ষে রাত্রিযাপন করা যায়।
No comments: