Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » (১৮৬৯ –১৯৪৩) জমিদার ও নীলকর সাহেবদের চরম বিরোধ এক রাত্রিতে সহস্রাধিক লাঠিয়াল দিয়ে নীলকুঠীতে নীলকর সাহেবদের আক্রমণ করিয়াছিলেন মেহেরপুর মুখোয্য জমিদার ( উনষাট পর্ব )




(১৮৬৯ –১৯৪৩) জমিদার ও নীলকর সাহেবদের চরম বিরোধ এক রাত্রিতে সহস্রাধিক লাঠিয়াল দিয়ে নীলকুঠীতে নীলকর সাহেবদের আক্রমণ করিয়াছিলেন মেহেরপুর মুখোয্য জমিদার ( উনষাট পর্ব ) (আটারো শত উনসত্তর থেকে উনিশ শত তেতাল্লিশ সাল) জমিদার ও নীলকর সাহেবদের চরম বিরোধ এক রাত্রিতে সহস্রাধিক লাঠিয়াল দিয়ে নীলকুঠীতে নীলকর সাহেবদের আক্রমণ করিয়াছিলেন মেহেরপুর মুখোয্য জমিদার ( উনষাট পর্ব ) মেহেরপুর মুখোয্য-বংশের মধ্যে যিনি সর্ব্বাপেক্ষা অধিক খ্যাতি অর্জন করিয়াছিলেন, তাঁহার নাম ছিল বাবু মথুরানাথ মুখোপাধ্যায় ৷ সে সময় মেহেরপুর অঞ্চলে নীলকর সাহেবদের প্রবল প্রতাপ । এই অঞ্চলের নীলকর সাহেবদের সঙ্গে সমান তেজের সহিত প্রতিদ্বন্দিতা সিএ একবার মথুরানাথের পুত্র চন্দ্রমোহনবাধু কৃষ্ণনগরের সদর হইতে পাল্কীযোগে মেহেরপুর আসিতেছিলেন, সেইসময় কোন নীলকুঠীর ম্যানেজার লাঠিয়াল পাঠাইয়া তাঁহার পাল্কী আটক করিয়া অপমান করিয়াছিল। এই সংবাদ শুনিয়া মথুরানাথ এক রাত্রিতে সহস্রাধিক লাঠিয়াল সংগ্রহ করিয়া এই অঞ্চলের সকল নীলকুঠী আক্রমণ করিয়াছিলেন এবং কুঠীয়ালদিগকে শিষ্টাচার শিক্ষা দিয়াছিলেন । এই অঞ্চলের নীলকর সাহেবরা সেই দেউড়ির সম্মুখ দিয়া যাইবার সময় ঘোড়া হইতে নামিয়া দেউড়ি পার হইতেন । একালে ইহা উপকথার ন্যায় অবিশ্বাস্য ! । তিনি এরূপ সমারোহে দুগেথিসব করিতেন যে, সেই সময় কোন কবির দলের ওস্তাদ উৎসবের আসরে গান করিতে আসিয়া পূজার ঘটা দেখিয়া গাহিয়াছিলেন__ “সত্য যুগে সুরথ রাজা করেছিলেন দেবীর পুজা, ব্রেতা যুগে রাম । কলিযুগে মথুরানাথে সদয় হলেন ভবানী, হায় কি পূজোর ঘটা-_মেহেরপুরে মহিষমদ্দিনী ”_ মেহেরপুরে মহিষমদ্দিনী।বৃটিশ আমলের খ্যাতনামা লেখক, দীনেন্দ্রকুমার রায়: গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply