Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পাকিস্তান ও বাংলাদেশে মেহেরপুরে মধুচক্র ‘প্রবাহ’ “ধারাপাত খেলাঘর: নামে তিনটি সাহিত্য পত্রিকা মেহেরপুর কে সমৃদ্ধ করেছে (ষোল পর্ব)




পাকিস্তান ও বাংলাদেশে মেহেরপুরে মধুচক্র ‘প্রবাহ’ “ধারাপাত খেলাঘর: নামে তিনটি সাহিত্য পত্রিকা মেহেরপুর কে সমৃদ্ধ করেছে (ষোল পর্ব) উনিশ শত উনসত্তর সালে মেহেরপুরে বড়বা

জারের মেহেরপুর সরকারী বালিকা স্কুলপাড়ার আথিবাসী পাকিস্তান আমলে তুখুড় ছাত্রনেতা ও মেহেরপুর শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নাসিরউদ্দিন মীরুর নেতৃত্বে মেহেরপুরে প্রতিষ্ঠিত হয় মধুচক্র’সাহিত্য সাংস্কৃতিক সংগঠন।মেহেরপুরের সমসাময়িক সাহিত্য-সাংস্কৃতি সমৃদ্ধিতে মধুচক্র বিশেষ ভূমিকা পালন করে। মধুচক্র প্রতিষ্ঠার শুরুতে এর সভাপতি ছিলেন মেহেরপুরের বিশিষ্ট চিকিৎসক াক্তারঃ আব্দুল বাকী এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনমীরু। সাহিত্য-সংস্কৃতি চর্চার উন্নয়নে ডাঃ আব্দুল বাকী খুব উৎসাহী ছিলেন। অন্যান্য সাহিত্যনুরাগী ব্যক্তিদের মধ্যে ডাঃজাফরউল্লাহ, ডাঃ আবদুল্লা, মীর মোজাফ্ফর আলী, সফুরা রাজ্জাক, মোঃমফিুজুর রহমান, কামরুল হাসান খান (হীরক) প্রমুখ ব্যক্তিবর্গ সম্পৃক্ত ছিলেন। উনিশ শত উনআশি সালের তেরোই মার্চ, বাংলা তেরো শত পচাশি সালের আটাশে শে ফাল্গুন মধুচক্র ‘প্রবাহ’ নামে একটিসাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক বুলেটিন প্রকাশ করে।প্রবাহের সম্পাদকমন্ডলীর মধ্যে ছিলেন মুহঃআনছার-উল-হক, আলী ওবায়দুর রহমান ও মোহাম্মদ নাসিরউদ্দিন মীরু। মেহেরপুরের এ্যাডলিক প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত প্রবাহের কয়েকটি মাত্র অনিয়মিত সংখ্যা প্রকাশিত হয়। অনিয়মিত এবং সাহিত্যবিষয়ক বুলেটিন হলেও পত্রিকাটি মেহেরপুরের বিদগ্ধমহলে খুবই সমাদৃত হয়েছিল।এই পত্রিকাটিতেই সর্বপ্রথম মেহেরপুরের ইতিহাস প্রসঙ্গে বৃটিশইন্ডিয়া কোম্পানীর নীলচাষের বিষয়টি সবিস্তারে বর্ণনা করাহয় । আমঝুপি নীলকুঠিতে নবাব সিরাজউদৌলা রবিরুদ্ধে লর্ডক্লাইভের কথিত ষড়যন্ত্রের বিষয়টি যে সঠিক নয় তা জনসমক্ষে প্রকাশিত হয় । এই পত্রিকাটিতে মেহেরপুরের হৃত প্রায় সাহিত্যের অনেক তথ্য প্রকাশিত হয় । মেহেরপুরের নামকরণের ইতিহাস, উল্লেখযোগ্য পুরাকীর্তি, প্রবাদ-প্রবচন, ফোকলোর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনেক তথ্য প্রবাহ পত্রিকার কয়েকটি সংখ্যার মাধ্যমে প্রকাশিতহয় । ১৯৭৯ সালে মেহেরপুরে ধারাপাত খেলাঘর আসর প্রতিষ্ঠিত হয়। ধারাপাত খেলাঘর আসর মেহেরপুরের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা পালন করে। একাশি সালে ধারাপাত খেলাঘর আসর‘ধারাপাত’ধারাপাত, পলাশ ও পাতাবাহর নামে একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করে । চার ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজের এই ক্ষুদ্র ম্যাগাজিনটি একঝাঁক তরুণ ছড়াকারের ছড়ায় সমৃদ্ধ ছিল । মুহাম্মদ রবীউল আলম ও নাফিজ উদ্দিন খানের সম্পাদনায় পত্রিকাটি হাসিব খানের প্রেস থেকে প্রকাশিত হয় ।আলী ওবায়দুর রহমানের সম্পাদনায় একাত্তর সালে প্রকাশিত হয়‘জয়বাংলা’নামে একটিপত্রিকা। । উনিশ শত উনআশি সালে তারিক-উল-ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় কবিতা সংকলন ‘মাদল’ । মাদল লিটল ম্যাগাজিনটি যশোর থেকে মুদ্রিত হয় এবং সাড়ম্বরে এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় মেহেরপুর পাবলিক লাইব্রেরিতে ।তারিক-উল-ইসলামের প্রকাশিত কবিতার বই সেএকদ্বিধা, আয় চেনা পথ রথ আমার। ৭০ ও ৮০ দশকে অন্যান্য কবি সাহিত্যিকদের মধ্যে মুহম্মদ রবীউল আলম (প্রকাশিত বই মুন্সী শেখ জমির উদ্দিন),তিনি ও ড.মুহম্মদ ফজলুল হক ‘স্বাধীনতার প্রথম শহীদ নবাব সিরাজ-উদ-দৌলা’ নামে একটি বৃহৎ গ্রন্থ সম্পাদনা করেন।সৈকত রুশদী (প্রকাশিতবই ), এম.রফিকহাসান (প্রকাশিতবই ), সামাদুল ইসলাম (প্রকাশিতব ই ), তোজাম্মেল আযম (প্রকাশিত বই ১. মেহেরপুরের সংস্কৃতি ও লোকঐতিহ্য,২. মুজিবনগর, যুদ্ধ জয়ের উপাখ্যান, ৩. মেহেরপুর জেলা ইতিহাস ও ঐতিহ্য, ৪. মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস, মেহেরপুর জেলা, ২০১৭),মাসুদ অরুন, রফিকুর রশীদ (১. মেহেরপুর জেলা মুক্তিযুদ্ধের ইতিহাস, ২. অপারেশন মুজিবনগর, ৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর, ৪. মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস), গাজী রহমান (স্বাধীনতা-উত্তর বাংলাদেশের কবিতায় সমাজচেতনা), সৈয়দ আমিনুল ইসলাম, হাবিব আনিসুররহমান ( এ পর্যন্ত তাঁর দশটি উপন্যাস এবং দশটি গল্পগ্রন্থসহ মোট বিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে),কাজী হাফিজ, আব্দুল হাকিম, নাফিজ উদ্দিন খান অন্যতম ।লেখক ও গবেষক-:: নাফিজ উদ্দিন খান মেহেরপুরের ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিক ও সু-বক্তা হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলো। মেহেরপুরের কাঁসারী পাড়ায় জন্মগ্রহণ করেন।তার বাবা: মরহুম শামসুদ্দিন খান, মা:মরহুমা নোসেমা খাতুন। গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply