Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মেহেরপুরের সাবেক এমপি, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, রাজনীতিদ আহম্মদ আলী পাকিস্তান আমলে মেহেরপুর সাহিত্য কে সমৃদ্ধ করেছে ( সতেরো পর্ব)




মেহেরপুরের সাবেক এমপি, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, রাজনীতিদ আহম্মদ আলী পাকিস্তান আমলে মেহেরপুর সাহিত্য কে সমৃদ্ধ করেছে (সতেরো পর্ব) মেহেরপুর সরকারী বালিকা স্কুলপাড়ার অধিবাসী পাকিস্তান আমলে তুখুড় ছাত্রনেতা ও মেহেরপুর শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নাসিরউদ্দিন মীরু জানিয়েছিলেন মেহেরপুরের ইতিহাস-ঐতিহ্যসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন আহম্মদ আলী মেহেরপুরের সাবেক এমপি, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, রাজনীতিক ও সমাজসেবক,পাকিস্তান আমলে মেহেরপুর থেকে প্রকাশিত তিনি পাক্ষিক সীমান্ত পত্রিকার লেখক ও গবেষক ছিলেন। ।তার গবেষনা নিম্নে প্রকাশিত হলো।মেহেরপুর-অঞ্চল অখণ্ড নদীয়ার একটি প্রাচীন জনপদ। এক গৌরবময় ইতিহাস- ঐতিহ্যে সমৃদ্ধ এ অঞ্চল। মেহেরপুরের প্রচীন ইতিহাস ও নামকরণ সম্বন্ধে নানা মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন, মহারাজা বিক্রমাদিত্যের সময়ে মেহেরপুরের উৎপত্তি। কারো ধারণা, বচনকার মিহির-খনার আবাস ছিলো এ স্থান এবং মিহিরের নামানুসারে “মিহিরপুর', তার থেকে “মেহেরপুর' নামের উদ্ভব। আবার অপরপক্ষে জনশ্রুতি আছে, ষোড়শ শতকে মেহের আলী শাহ নামে এক দরবেশ এ শহর পত্তন করেন এবং “মেহেরপুর নাম তাঁরই স্মৃতি বহন করছে। মেহেরপুর অঞ্চল তার পার্শ্ববতী কিছু গ্রাম নিয়ে কালক্রমে বিশেষ প্রসিদ্ধি অর্জন করে, নির্মিত হয় ঐতিহ্যের এক স্মরণীয় অধ্যায়। মেহের পুরের নিকটবর্তী বাগোয়ান মোগল আমলে প্রসিদ্ধ পরগণা” ছিলো। এ বাগোয়ান গ্রামেরই দৃর্গাদাস সমাদ্দার “পরবতীকালে মোগল-অনুগ্রহে নদীয়ারাজ হন এবং নাম হয় ভবানন্দ মজমদার।” ভবানন্দ বাগোয়ান গ্রামে তাঁর রাজধানী স্থাপন করেন, পরে মাটিয়ারী গ্রামে রাজধানী স্থানাস্তরিত হয়। মীর্জা নাথামের “বাহারীন্তান-ই-গায়বী' গ্রন্থে ও রায়গুণাকর ভারত-চন্দ্র রায়ের সতোরো শত বারো সালে থেকে সতোরো ষাট সালে (১৭১২-১৭৬০) “অন্নদামঙ্গল' কাবো এ বাগোয়ান গ্রামের উল্লেখ পাওয়া যায়। ড:ইরফান হাবিবের An Atlas of Mughal Empire_Political and Economic Maps with detarled notes, bibliography and Index গ্রন্থে বাগোয়ান- সম্পর্কিত তথ্য সংযোজিত হয়েছে। মেহেরপুরের ইতিহাসের আরেক অধ্যায় জুড়ে আছে বাংলার নবাব আলীবর্দী খাঁ ষোলো শত চিয়াত্তর থেকে সতোরো শত ছাপান্ন ( আর গোয়ালা রাজাদের কাহিনী । কথিত আছে: সতোরো শত পঞ্চাশ খীষ্টাব্দে বাংলার নবাব আলীবর্দী খা মেহেরপুরের নিকটবর্তী বাগোয়ান গ্রামে শিকারের উদ্দেশ্যে আসেন। প্রত্যাবর্তন-কালে দুর্যোগের জন্য তিনি রাজু ঘোষানী নামক এক গোয়ালা নারীর আতিথ্য গ্রহণ করতে বাধ্য হন। রাজুর সরল আতিথেয়তায় প্রীত হয়ে নবাব রাজপুর গ্রাম রাজু ঘোষানীর গো-চারণের জন্য দান করেন। রাজু ঘোষানীর পুত্রকে রাজা উপাধি দেওয়া হয় ও তিনি রাজা গোয়ালা চৌবুরী নামে খ্যাত হান। রাজা গোয়ালা চৌধুরীর সময় হতেই মেহেরপুরের শ্রীবৃদ্ধি ঘটে। এই-সময়ে বাংলা মূল্লুক মারাঠা বর্গীদের অত্যাচারে ব্যতিব্যস্ত হয়েছিল। মেহেরপুরের শ্রীবৃদ্ধি অচিরে বর্গীদের দৃষ্টি আকর্ষণ করে। বর্গীরা বারবার মেহেরপুব আক্রমণ ও লুণ্ঠন করে। অবশেষে বর্গীদের হাতে রাজু ঘোষানীর বংশধরেরা নির্বংশ হন। তাঁদের প্রাসাদতুল্য অট্টালিকার ভগ্নাবশেষ তদ্যাপি বিদ্যমান আছে । মেহেরপুরের সাবেক এমপি আহম্মদ আলীর জন্ম: চৌদ্দি এপ্রিল উনিশ শত পয়ত্রিশ সালে এবং মৃত্যু:তেরোই ফেব্রুয়ারি উনিশ শত নিরানব্বই বাংলাদেশের মেহেরপুর জেলার একজন রাজনীতিবিদ ছিলেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত ছিলেন। তার পুত্র মাসুদ অরুণ মেহেরপুর-১ আসনের সাবেক সাংসদ। ভাষা আন্দোলনে ভূমিকা রাখার জন্য তাকে ১৯৮০ সালে একুশে পদক প্রদান করা হয়। জীবনী আহম্মদ আলী ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবস্থায় উনিশত শত বায়ান্ন সালে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। উনিশ শত সাতান্ন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক নির্বাচিত হন। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির বৃহত্তর কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে ভূমিকা রাখার জন্য তাকে উনিশ শত আশি সালে একুশে পদক প্রদান করা হয়। উনিশ শত একাত্তার সালে তিনি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। উনিশ শত উনআশি সালে কুষ্টিয়া-১ আসন থেকে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে, তিনি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও মেহেরপুর-১ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আহম্মদ আলী তেরোই ফেব্রুয়ারি উনিশ শত নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন।। গ্রন্থনা:::অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply