Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুইটি দেশ স্বাধীনতার পর মেহেরপুর মহকুমাকে বিলুপ্ত ঘোষণা কঠোর আন্দোলনে ১৯৫২ সালে মেহেরপুর মহকুমা মর্যাদা ফিরে পায়।(আঠারো পর্ব)




১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুইটি দেশ স্বাধীনতার পর মেহেরপুর মহকুমাকে বিলুপ্ত ঘোষণা কঠোর আন্দোলনে ১৯৫২ সালে মেহেরপুর মহকুমা মর্যাদা ফিরে পায়।(আঠারো পর্ব) উনিশ শত সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান দুইটি দেশ স্বাধীনতার পর মেহেরপুর মহকুমাকে বিলুপ্ত ঘোষণা কঠোর আন্দোলনে উনিশ শত বায়ান্ন সালেসালে মেহেরপুর মহকুমা মর্যাদা ফিরে পায়।

উনিশ শত সাতচল্লিশ সালে দেশ ভাগের আগে বাংলার নদীয়া জেলার মেহেরপুর, গাংনী, করিমপুর, তেহট্ট ও চাপড়া নামক পাঁচটি থানা মেহেরপুর মহকুমা ছিল।ভারত ও পাকিস্তান দুইটি স্বাধীন দেশ হিসেবে বৃটিশরা স্বীকৃতি দিলে মেহেরপুর মহকুমা বিভক্ত হয়ে করিমপুর, তেহট্ট ও চাপড়া নামক তিন থানা ভারতের পশ্চিম বাংলার অংশে পড়ে যায়।যার করেনে মেহেরপুর সদর থানা ও গাংনী থানা পাকিস্তানের কুষ্টিয়া জেলার মধ্যে সংযোগ করেছে। উনিশ শত সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর একটি প্রাচীন প্রশাসনিক একক তথা মহকুমা হিসেবে মেহেরপুরের অস্তিত্ব বিপর্যয়ের মুখে পড়ে।এই সময় পাকিস্তান সরকার মেহেরপুর মহকুমাকে বিলুপ্ত ঘোষণা করা হয়। মেহেরপুর সদর থানাকে নব গঠিত কুষ্টিয়া জেলার চুয়াডাঙ্গা মহকুমার অন্তর্ভূক্ত করা হয়। অপর থানা গাংনীকে কুষ্টিয়া সদর মহকুমার অন্তর্ভূক্ত করা হয়। কিছুদিন পরে গাংনীকেও চুয়াডাঙ্গা মহকুমার অন্তর্ভূক্ত করা হয়। মেহেরপুর থেকে মহকুমা সদর উঠে যাওয়ায় জনগণ দূর্ভোগের শিকার হতে থাকেন এবং মেহেরপুরে মহকুমা সদর প্রতিষ্ঠার দাবীতে অচিরেই ব্যাপক আন্দোলন শুরু হয়।মেহেরপুরের সাবেক এমপি, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, রাজনীতিদ আহম্মদ আলী পাকিস্তান আমলে মেহেরপুর সাহিত্য কে সমৃদ্ধ করেছে মেহেরপুর সরকারী বালিকা স্কুলপাড়ার অধিবাসী পাকিস্তান আমলে তুখুড় ছাত্রনেতা ও মেহেরপুর শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নাসিরউদ্দিন মীরু জানান ‘এ আন্দোলনের নেতৃত্বে ছিলেন অ্যাডভোকেট আবুল হায়াত (তৎকালীন ছাত্রনেতা) ,আব্দুর রহিম, কিয়ামউদ্দিন খান, নলীনাক্ষ্য ভট্টাচার্য, সতিনাথ গোপ্তি, বিনয় মোক্তার, সাখাওয়াৎ মুনসী, ইদ্রিস আলী প্রমুখ। উনিশ শত বায়ান্ন সালে পূর্ব পাকিস্তানের গভর্নর জাকির হোসেন কুষ্টিয়াতে সফরে এলে নেতৃস্থানীয় উক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল তাঁর সাথে সাক্ষাৎ করে মেহেরপুরবাসীর দূর্ভোগ এবং মেহেরপুরে মহকুমা পুন:প্রতিষ্ঠার দাবীর কথা জানান। জনগণের দাবীর প্রেক্ষিতে মেহেরপুর পুনরায় মহকুমা হিসেবে তার মর্যাদা ফিরে পায়।’গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply