Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ১৯৭২ সালে শহীদ দিবসে মেহেরপুরের প্রথম দৃশ্যমান একুশের সংকলন ‘রক্ত স্বাক্ষর' প্রকাশিত হয়েছিল মধুচক্র থেকে (পঁয়ষট্টি পর্ব )




১৯৭২ সালে শহীদ দিবসে মেহেরপুরের প্রথম দৃশ্যমান একুশের সংকলন ‘রক্ত স্বাক্ষর' প্রকাশিত হয়েছিল মধুচক্র থেকে (পঁয়ষট্টি পর্ব ) মহান শহীদ দিবস স্মরণে মেহেরপুর থেকে অগণিত পত্র-পত্রিকা প্রকাশিত হয়েছে। তবে শহীদ দিবসে মেহেরপুরের প্রথম দৃশ্যমান একুশের সংকলন ‘রক্ত স্বাক্ষর' প্রকাশিত হয়েছিল মধুচক্র থেকে। উনিশ শত বায়াত্তর সালে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। তবে ইতিপূর্বে মেহেরপুর থেকে শহীদ দিবস স্মরণে কোন পত্রিকা প্রকাশ হয়েছে কিনা তা জানা যায় নি। ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্ত্বর, মেহেরপুর সাহিত্য পরিষদ,কাগজ সাহিত্য গোষ্ঠী, মেহেরপুর কবিতা পরিষদসহ অসংখ্য সংগঠন শহীদ দিবস স্মরণে সংকলন প্রকাশ করেছে। কিন্তু উনিশ শত বায়াত্তর সালে শহীদ দিবসে মেহেরপুর বড়বাজারের সরকারী বালিকা বিদ্যালয় পাড়ার অধিবাসী মেহেরপুরের মধুচক্র-এর কর্ণধর মোহাম্মদ নাসিরউদ্দিন মীরুর নির্দেশনায় এবং পাকস্তান আমলের ছাত্র নেতা ও কুষ্টিয়া জেলার সাবেক জেলা প্রশাসক মেহেরপুরের আব্দুস সামাদের সম্পাদনায় ‘রক্ত স্বাক্ষর' প্রকাশিত হয়েছিল। এই পত্রিকার জন্য কৃষ্ণনগর থেকে কাগজ কিনে আনা হয়েছিল। সংকলনের প্রচ্ছদের জন্য কাঠ কেটে কেটে অসম্ভব পরিশ্রম করে দু'টো ব্লক তৈরি করেছিল মীর রওশন আলী মনা। পত্রিকার সম্পাদক ম,আব্দুস সামাদ তার স্মৃতিচারণে লিখেছেন, ‘বিজ্ঞাপন দাতাদের অনেকেই সময় মত এবং বেশ ক'জন আদৌও অর্থ না দেবার কারণে প্রেস থেকে পত্রিকার শেষ বান্ডিল আনার সময় আমার ঘড়িটা খুলে দিয়ে আসতে হয়েছিল। বিষয়টি জেনে নাসির ভাই আমাকে মৃদু ভৎর্সনা করেছিলেন তাকে না জানানোর জন্য। পরে তিনি ঘড়িটা উদ্ধার করে দেন। সংকলনটি যে খুব মানসম্মত হয়েছিল তা নয়. তবে মেহেরপুর থেকে প্রথম প্রকাশিত ‘একুশের সংকলন হিসাবে ইতিহাসে তার স্থান রয়েছে নিশ্চয়। সংকলনের কোথাও নাসির ভাই তার নাম দিতে দেন নি । কিন্তু আবারও সত্য উচ্চারণ করি এটা ছিল নাসির ভাই এর মস্তিস্কজাত । আমি শুধু তা কার্যকর করেছিলাম মাত্র ।’ গ্রেটার কুষ্টিয়া নিউজ । গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply