Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » আশির দশকের মেহেরপুরের জনপ্রিয় সাংবাদিক কবি, লেখক, আবৃত্তিকার শিক্ষাবিদ আবু লায়েছ লাভলু মেহেরপুরে সাহিত্যকে সমৃদ্ধ করেছে (ছেষট্টি পর্ব )




আশির দশকের মেহেরপুরের জনপ্রিয় সাংবাদিক কবি, লেখক, সাংবাদিক, আবৃত্তিকার শিক্ষাবিদ আবু লায়েছ লাভলু মেহেরপুরে সাহিত্যকে সমৃদ্ধ করেছে (ছেষট্টি পর্ব ) দেশের বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকে। তিনি মেহেরপুর সাহিত্য পরিষদের সাহিত্য সম্পাদক ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-মেহেরপুরের প্রচার সম্পাদক হিসাবে দায়িত্বে আছেন। এ ছাড়াও সম্পৃক্ত রয়েছেন মেহেরপুর সাহিত্য পরিষদ সূর্যোদয় আবৃত্তি সংসদের সাথে। আবু লায়েছ লাবলুর অনেক লেখা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে নিয়মিতভাবে। তিনি পচাশি ও ছিয়াশি অর্থবছরে মেহেরপুর সরকারি কলেজের- কলেজ বার্ষিকী ছাত্র সংসদ-এর সাহিত্য সম্পাদক ছিলেন। উনিশ শত সাতাশি সালে সালে কলেজ বার্ষিকীতে “একটি করুন দিগন্ত” নামে তার হিট ছোট গল্প প্রকাশিত হয়। উনিশ শত আটাশি মেহেরপুর কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। তার সম্পাদনায় উনসব্বউ সালে ‘এ্কই আদলে ভিন্ন মুখ’ স্মরনিকা প্রকাশ হয়। তিনি মেহেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য হিসাবে আছেন। তিনি দৈনিক ইত্তেফাক ও বাংলাভিশন টিভির মেহেরপুরের সাবেক জেলা পতিনিধি। আবু লায়েছ লাবলু: (জন্ম পয়লা লা মার্চ উনিম মত সাষট্টি সালে )কবি, লেখক, সাংবাদিক, কাব স্কাউট লিডার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি। মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে উনিম মত সাতষট্টি সালে সালের জন্মগ্রহণ করেন । তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ছাদেক হোসেন। লায়েছ তার প্রথম পুত্র। আবু লায়েছ লাবলু বর্তমানে মেহেরপুর সদর উপজেলার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।পড়াশুনা করেছেন মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিল ও মেহেরপুর সরকারি কলেজে। এই কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি ১৯৯১ সাল থেকে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন সম্মানের সাথে।তিনি বিয়ে করেন মেহেরপুরের কুতুবপুর হাই স্কুলের প্রক্তন শিক্ষক মোফাজ্জেল হকের মেয়ে সেলিমা খাতুনের সাথে। আবু লায়েছ লাভলু বিরাশি সাল থেকেই সংবাদপত্রের সাথে জড়িত আছেন। তিনি সাপ্তাহিক ইস্পাত, সাপ্তাহিক জাগরণী, দৈনিক বাংলাদেশ বার্তা, যশোরের দৈনিক রানার এর মত আঞ্চলিক কাগজের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্তিবাণী, দৈনিক মিল্লাত ও দৈনিক ইত্তেফাকের মত পত্রিকাতেও সাংবাদিকতা করেছেন। সেই সাথে বাংলাভিশন টেলিভিশনে প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করেছেন। তিনি বাংলাভিশনের মেহেরপুর প্রতিনিধি ছিলেন। তিনি আশির দশক থেকে সাংবাদিকতা পেশায় আত্ম নিয়োগ করেছেন এবং দেশের মফ;স্বল সাংবাদিকদের উন্নয়ন ও সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখেন। বে-সরকারি টিভি চ্যানেল নতুন সময় ডট টিভিতে মফ:স্বল সাংবাদিকদের নিয়ে টকশোতে অংশ নিয়েছেন তিনি। সিনিয়র সাংবাদিক মুফদি আহমেদ উপস্থাপিত মফ:স্বল সাংবাদিকদের নিয়ে ধারাবাহিক এই টকশোর উদ্বোধনী পর্বে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর খ্যাত মেহেরপুরের জনপ্রিয় সাংবাদিক আবু লায়েছ লাবলু অতিথি হিসেবে উপস্থিত থেকে সুনাম অর্জন করেন। ‘আবু লায়েছ লাভলু সংবাদ মাধ্যমে তার গুরুজন এর কথা বলতে গিয়ে বলেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ রবীউল আলমের কথা। এই বিনয় সাংবাদিক তার সাংবাদিক জীবনে অর্জন করেছেন পুরস্কার মুক্তিবাণী সংবাদপত্রে ছবি ও সংবাদ পরিবেশিত হবার পর বিশেষ অর্জনটি ঘরে তুলেছিলেন। একাধিকবার মেহেরপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন । অন্যদিকে স্থানীয় একটি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করাতে শারীরিকভাবে লাঞ্চিত হয়েছিলেন বিষয়টি নিয়ে জেলার সাংবাদিকরা সেই ব্যক্তির বিরুদ্ধে কোর্টে মামলা পর্যন্ত করেছিলেন। গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply