১৮৫৮ সালে মেহেরপুর, করিমপুর, গাংনী ও তেহট্ট--এ চারটি থানার সমন্বয়ে মেহেরপুর মহকুমার মর্যাদা লাভ করে :১৮৬৯ সালে মেহেরপুরে পৌরসভা গঠিত হয়েছে।( পঁচিশ পর্ব)
১৮৫৮ সালে মেহেরপুর, করিমপুর, গাংনী ও তেহট্ট--এ চারটি থানার সমন্বয়ে মেহেরপুর মহকুমার মর্যাদা লাভ করে :১৮৬৯ সালে মেহেরপুরে পৌরসভা গঠিত হয়েছে।( পঁচিশ পর্ব)
মেহেরপুর, করিমপুর, গাংনী ও তেহট্ট--এ চারটি থানার সমন্বয়ে মেহেরপুর আটারো শত আটান্ন সালে মহকুমার মর্যাদা লাভ করে।১৮৬৯ আঠারো শত উনসত্তর সালে মেহেরপুরে পৌরসভা গঠিত । এ মহকুমার প্রশাসনিক বৈশিষ্ট্য সম্পর্কে দীনেন্দ্রকুমার রারের আটারো শত উনসত্তর থেকে উনিশ শত তেতাল্লিশ সালের মধ্যে স্মৃতিচারণায় জান! যায়:
“স্বগীয় রামগোপাল সান্যাল মহাশয়ের একখানি ইংরাজী কেতাবে পড়িয়াছিলাম, তিনি লিখিয়াছিলেন, নদীয়া, মেহেরপুর অনভিজ্ঞ ছোকরা সিভিনিয়ানদের শিক্ষা-নবিশীর স্থান। কথাটা সত্য; বিলাত হইতে ইংরাজ সিভিলিয়ানগুলি এ দেশে আসিয়া দিনকতক এসিষ্টান্ট ম্যাজিষ্ট্রেটের পদে শিক্ষা-নবিশী করিয়াই জয়েন্ট ম্যাজিষ্ট্রেটরূপে মেহেরপুর মহকুমার ভার পাইতেন।... স্বর্গীয় রমেশচন্দ্র দত্ত, মিঃ জে. ডি.এন্ডারসন, এফ. এ. শ্লাক, পি.জি. মেলিটস্ প্রভৃতি সিভিলিয়ানরা মেহেরপুরে প্রশংসার সহিত হাকিমী করিয়াছিলেন | অনেকেই হয়তো জানেন না- রমেশচন্দ্র দত্ত মহাশয় মেহেরপুরে হাকিমী করিতে করিতে তাঁহার “মাধবীকষ্কণে'র রচনা শেষ করিয়াছিলেন, সে বোধ হয় আঠারো
শত উনসত্তর খৃষ্টাব্দের কথা ।
মেহেরপুরে কৃতিত্বের সঙ্গে প্রশাসনিক দায়িত্ব আর যাঁরা পালন করেছেন তাঁদের মধ্যে স্যার এ্যান্টনী ম্যাকডোনাল্ড (পরবর্তীকালে বাংলার লেফটেন্যান্ট-গভর্নর), এইচ. হলমউড় (পরবরতীতে কলকাতা হাইকোর্টের বিচারক) এর নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়। আঠারো শত উনসত্তর সালে মেহেরপুরে পৌরসভা গঠিত সালে মেহেরপুরে পৌরসভা গঠিত হয়। আঠারো শত বিরানব্বই সালে চুয়াডাঙ্গা মেহেরপুর মহকুমার সঙ্গে যুক্ত হয় এবং আঠারো শত সাতানব্বই সালে পুনরায় পৃথক হয়।লেখাটি আবুল আহসান চৌধুরী রচিত মুনশী শেখ জমিরুদ্দীন গ্রন্থে প্রকাশিত হয়েছে।আবুল আহসান চৌধুরী (জন্ম: তেরো জানুয়ারি, তেপান্ন) হলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, লেখক, গবেষক ও লোকসাহিত্য বিশারদ। তাঁর লেখার বিষয়বস্তু লোকসাহিত্য, উনিশ শতকের কবি-সাহিত্যিক, আধুনিক সাহিত্য এবং ইতিহাস। লালন, কাঙাল হরিনাথ, মীর মশাররফ হোসেন ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তিনি বিশদ গবেষণা করেছেন। গবেষণায় অবদানের জন্য তিনি ২০১০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
আবুল আহসান চৌধুরী তেরো জানুয়ারি, তেপান্ন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলার মজমপুরে জন্মগ্রহণ করেনগ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: