গাংনীর উপজেলার রুয়েরকান্দি গ্রামে পাঁচ বিঘা জমিতে নতুন খেলার মাঠের উদ্বোধন
গাংনীর উপজেলার রুয়েরকান্দি গ্রামে পাঁচ বিঘা জমিতে নতুন খেলার মাঠের উদ্বোধন
স্বাধীনতা পরবর্তী সময়ের পর থেকেই খেলার মাঠের দাবি ছিলো রুয়েরকান্দি গ্রামের যুব সমাজের। কোন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুশীলনে যেতে হতো পার্শ্ববর্তী হেমায়েতপুর অথবা মিকুশিস হাই স্কুল মাঠে। গ্রামের যুবসমাজ গ্রামবাসীর কাছে আবেদন করে খেলার মাঠের জন্য।
স্থানীয় যুবক আনোয়ার হোসেনের সহায়তায় গ্রামের লোকজন একতাবদ্ধ হয়ে একটা খেলার মাঠ তৈরির সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী সকলের উদ্যোগে খেলার মাঠের জন্য পাঁচ বিঘা জমি প্রদান করা হয়।
রবিবার (দুপুরে এক অনাড়ম্বর পরিবেশে খেলার মাঠটি উদ্বোধন কালে স্থানীয়রা জানান, এখন থেকে এই মাঠে অনুশীলন করতে পারবেন তারা। সেই সাথে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে। বিভিন্ন খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তারা। মাওলা বক্স জানান, গ্রামের লোকজন একতাবদ্ধ না থাকায় খেলার মাঠ তৈরি করা সম্ভব হয়নি। এখন সকলেই যুব সমাজের মুখের দিকে তাকিয়ে খেলার মাঠের জন্য জায়গা ছেড়ে দিলেন। এতে যুব সমাজের কাছে গ্রামের লোকজনের মূল্যায়ন বৃদ্ধি পেল।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন :
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: