Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » রাতে যদি ত্বকে নারকেল তেল মেখে ঘুমোন, কী হতে পারে?




তে যদি ত্বকে নারকেল তেল মেখে ঘুমোন, কী হতে পারে? চুলে নারকেল তেল মাখার প্রচলন বহু পুরোনো। তবে শুধু চুল নয়, নারকেল তেল খেয়াল রাখে ত্বকেরও। তাই ত্বকের নানা সমস্যার সমাধান লুকিয়ে থাকতে পারে নারকেল তেলে। নারকেল তেল হলো সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার। ত্বকে পুষ্টির জোগান দিতে পারে নারকেল। কিন্তু ত্বকে নারকেল তেল মাখলে কি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে? শুষ্ক ত্বকের জন্য নারকেল তেলের মতো টোটকা খুব কমই রয়েছে। নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা শুষ্ক ত্বককে নিমেষে উজ্জ্বল করে তোলে। তবে তৈলাক্ত ত্বক হলে নারকেল তেল মাখলে সমস্যা হতে পারে। ১) তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা এমনীতেই বেশি। তবে রাতভর যদি মুখে তেল মেখে থাকেন, তা হলে ব্রণ হওয়ার ঝুঁকি কেউ আটকাতে পারবে না। তৈলাক্ত ত্বক হলে নারকেল তেল ভুলেও মুখে মাখবেন না। ২) তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে রাতে ঘুমোনোর সময় মুখ থেকে তেল নিঃসৃত হয়। সেক্ষেত্রে ত্বকে যদি তেল লাগানো থাকে, তা হলে ত্বকের ছিদ্রপথ বন্ধ হয়ে গিয়ে ব্ল্যাকহেডের সমস্যা বাড়িয়ে দিতে পারে। ৩) অ্যান্টিবায়োটিক চললে মুখে নারকেল তেল না মাখাই শ্রেয়। কারণ এই সময়ে শরীর ভিতর থেকে গরম থাকে। তার উপর নারকেল তেল মাখলে ত্বক গরম থাকে। সব মিলিয়ে ত্বক ঘামতে থাকে। এতে ব্রণ আরও বাড়তে পারে। গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর। সুত্র: কলকাতার এইসময় ডট কম,






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply