Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রক্তের গ্রুপ বা রক্তের গ্রুপ জানা একান্ত জরুরী




মুমূর্ষু রোগির জন্য বা আশঙ্কাজনক রোগীর জন্য রক্তের গ্রুপ জানা একান্ত জরুরী। আসলে এই রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ কি? অসংখ্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায় যে লোহিত রক্ত কণিকায় A এবং B নামক দুই ধরনের এন্টিজেন থাকে এবং রক্তরসে a ও b এর দুই ধরনের এন্টিবডি থাকে। এই এন্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। আর একেই ব্লাড গ্রুপ বলে। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার ১৯০১ সালে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করেন। A, B, AB ও O এই চারটি গ্রুপে তিনি রক্তের গ্রুপের নামকরণ করেন।

যার রক্তের লোহিত কণিকায় A অ্যান্টিজেন থাকে ও রক্তরসে b অ্যান্টিবডি থাকে তার রক্তকে A রক্তের গ্রুপ বলে। আর যার রক্তের লোহিত কনিকায় B অ্যান্টিজেন থাকে ও রক্তরসে a অ্যান্টিবডি থাকে তার রক্তকে B রক্তের গ্রুপ বলে। আর যার রক্তে A ও B দুটি অ্যান্টিজেনই থাকে কিন্তু কোন অ্যান্টিবডি থাকে না তার রক্তের গ্রুপকে AB রক্তের গ্রুপ বলে। আর যার রক্তে দুটো অ্যান্টিজেনের একটাও থাকে না তবে দুটো অ্যান্টিবডিই থাকে তবে তার রক্তের গ্রুপকে O রক্তের গ্রুপ বলে। সাধারণভাবে কোনো মানুষের রক্তের গ্রুপ জীবনেও পরিবর্তন হয় না। ভুল রক্ত মানুষের শরীরে প্রবেশ করালে মানুষের মৃত্যুও হতে পারে। তাই সঠিক রক্ত কিভাবে দিতে হয় তা জানব ইনশাআল্লাহ। A রক্তের গ্রুপ A ও AB গ্রুপকে রক্ত দান করতে পারবে এবং A ও O গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। B রক্তের গ্রুপ B ও AB গ্রুপকে রক্ত দান করতে পারবে এবং B ও O গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। AB রক্তের গ্রুপ AB গ্রুপকে রক্ত দান করতে পারবে এবং A, B, AB ও O গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। তাই এ গ্রুপকে সর্বজনীন রক্ত গ্রহীতা গ্রুপ বলা হয়। O রক্তের গ্রুপ A, B, AB ও O গ্রুপকে রক্ত দান করতে পারবে এবং O গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। তাই O গ্রুপ কে সর্বজনীন রক্তদাতা হিসেবে পরিচিত দেওয়া হয়। রক্তের গ্রুপ মানুষের আচরণ সম্পর্কে যা বলেঃ মানুষের রক্ত শুধু মানুষের শারীরিক অবস্থার বর্ণনা দেয় না। এই রক্ত মানুষের আচারণ গত বৈশিষ্ট্যের ও কথা বলে। মানুষের কি কি দোষ গুন আছে তা রক্তের গ্রুপ বলে দেয়। এসব গুনাগুন বিজ্ঞানের গবেষণার ফসল। তবে কিছু কিছু ক্ষেত্রে অমিল খুঁজে পাওয়া যেতে পারে। জাপান এবং দক্ষিন কোরিয়ার মতো উন্নত দেশগুলোতে মানুষের স্বভাব সম্পর্কে জানতে তার রক্তের গ্রুপ জিজ্ঞাসা করে জেনে নেওয়া হয়। তো বন্ধুরা চলুন জেনে নিই কোন রক্তের গ্রুপের মানুষের কি বৈশিষ্ট্য থাকতে পারে। A গ্রুপ রক্তের মানুষের বৈশিষ্ট্যঃ A গ্রুপ রক্তের মানুষেরা অনেকটাই স্মার্ট হয়। তারা নিত্য নতুন স্টাইল পছন্দ করে। তারা খুব সতর্ক ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে। সব কাজ গুরুত্ব সহকারে ভালো ভাবে করার চেষ্টা করে। সব কাজ এতটাই গুরুত্ব সহকারে নেয় যে কিছুক্ষন পর কাজ না হলে সেই সময় কাজটি আর করতে পারে না অর্থাৎ স্ট্রেস আউট হয়ে যায়। এদের রক্তে স্ট্রেস এর জন্য দায়ী হরমোন অর্থাৎ কটিজল বেশি থাকে। এসব লোকেরা লড়াই বা ঝগড়া পছন্দ করে না। সুখ শান্তি পছন্দ করে। এসব লোকেরা যতটা শান্তি প্রিয় ততোটাই জিদ্দি এবং হতাশাগ্রস্থের হয়। এসব লোকেরা ভরসাজনক হয়ে থাকে যাদের ইমোশন সহজে বোঝা যায় না। B গ্রুপ রক্তের মানুষের বৈশিষ্ট্যঃ B গ্রুপের মানুষেরা A গ্রুপের মানুষগুলোর থেকে বিপরীত বলা যায়। A গ্রুপের লোকেরা যেখানে সিদ্ধান্ত নিতে অনেকটা ভাবে সেখানে B গ্রুপের লোকের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না ভেবেই সঠিকভাবে নিয়ে ফেলে। এসব লোকেরা ক্রিয়েটিভ ব্রেইন এর অধিকারী হয়ে থাকে। এসব লোক খুব কম স্ট্রেস এ থাকে এবং খুব বেশি চিল বা আনন্দ পুর্ণ মুহুর্ত পছন্দ করে। এসব লোকের কাছে থেকে ২৪ ঘন্টার মধ্যে ক্রিয়েটিভ আইডিয়া পাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। এসব লোকেরা মাঝে মাঝে দায়ীত্বহীন ও হয়ে থাকে। তবে বাকিদের তুলনায় বেশি জেদি হয়ে থাকে আর তাই কারো কথার গুরুত্ব না দিয়ে নিজে যা করতে চায় তাই করে। খুবই পরিশ্রমী আর নিষ্ঠাবান। সত্যকথা আর সত্যবাদী লোকদের পছন্দ করে। এরা বন্ধুত্বসুলভ এবং সার্থপর ব্যক্তিত্ব। আর এসব বৈশিষ্ট্য এই গ্রুপের রক্তের মানুষকে আলদা বানায়। AB রক্তের গ্রুপের মানুষের বৈশিষ্ট্যঃ AB রক্তের গ্রুপের মানুষের বৈশিষ্ট্য সাধারণত A ও B রক্তের গ্রুপের মানুষের বৈশিষ্ট্যের সম্মিলিত বৈশিষ্ট্য হয়। এসব লকের যুক্তিযুক্ত এবং পর্যবেক্ষণ দক্ষতা খুব বেশি হয়। সাধারণত খুব সহজেই দোস্ত বানিয়ে ফেলে। এদেরকে খুব কাছে থেকে না জানলে এদের সম্পর্কে কিছু বলা যায় না। এসব লোক খুব জটিল হয়ে থাকে তাই তাদের সহজে বোঝা জায় না। ভুলে যায় কিছু কিছু বিষয় এবং দায়ীত্বহীন ও হয়ে থাকে। আরেক জনের জন্য জটিল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। O রক্তের গ্রুপের মানুষের বৈশিষ্ট্যঃ এসব মানুষের রক্ত মশা খুব পছন্দ করে। এসব লোক কিছুটা আলাদা এবং পুরোটাই হাটকে হয়। এসব লোক খুব শান্ত, স্বাধীন এবং যত্নহীন হয়ে থাকে। মস্তিষ্ক খুবই শক্তিশালী হয়ে থাকে। মিথ্যা কথা সহজে মেনে নিতে পারে না এবং সম্পর্ক সহজে ভাঙ্গে না। ধোকা পছন্দ করে না অর্থাৎ অনেকটাই সৎ ব্যাকিত্ত্বের অধিকারী। খুব তাড়াতাড়ি ঈর্ষান্বিত হয় এবং কিছু কিছু সময় খুব রেগে যায়। গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply