মেহেরপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ সহ চারটি নিউজ দেখুন
মেহেরপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ/শোলমারি ইয়ং স্টার ফুটবল টুর্নামেন্টে হিজলবাড়িয়া একাদশের জয়/মেহেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত/মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে মেহেরপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের হোটেল বাজার থেকে গণসংযোগের সূচনা হয়। পরে নেতাকর্মীরা ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এর আগে হোটেল বাজার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। আব্দুস সাত্তার মুক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবু, হাবিব ইকবাল, মামুনুর রশীদসহ স্থানীয় নেতাকর্মীরা।
মেহেরপুর সদর উপজেলার শোলমারি ইয়ং স্টার ফুটবল টুর্নামেন্টে হিজলবাড়িয়া একাদশের জয়
মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামবাসীর উদ্যোগে শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত “শোলমারি ইয়ং স্টার ফুটবল টুর্নামেন্টে” হিজলবাড়িয়া একাদশ জয়লাভ করেছে।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় হিজলবাড়িয়া একাদশ ২–১ গোলে চৌগাছা ইয়াং স্টারকে পরাজিত করে । খেলায় প্রথমার্ধের ১২তম মিনিটে বাবুর করা গোলেই হিজলবাড়িয়া এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে ইয়াং স্টারের ওয়ালিদ গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে ১৮তম মিনিটে আবারও বাবু গোল করে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন।
খেলায় বিজয়ী দলের বাবু প্রথম গোলদাতা এবং ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ইউপি সদস্য সাকবর আলি, জুলফিকার আলী ভুট্টো এবং উসনাই।
মেহেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম শীল, জেলা এনজিও সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল হুদা, দারিদ্র বিমোচন সংস্থার কো-অর্ডিনেটর জালাল উদ্দিন, সিডিপির কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস, সুবাহ ও সামাজিক সংস্থার নির্বাহী পরিচালক মইন-উল আলম প্রমুখ।
সভায় জেলার উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোর ভূমিকা আরও গতিশীল করা, সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার করা এবং সমাজকল্যাণমূলক উদ্যোগগুলোতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
গোভীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
মেহেরপুর সদর উপজেলার আদর্শ গ্রাম গোভীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থা ও এলাকার যুব সমাজের উদ্যোগে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এ অভিযানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংস্থার উপদেষ্টা মাহবুবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা খালিদ সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অভিযানের অংশ হিসেবে গোভীপুর ব্রিজের পশ্চিমপাড়া থেকে শুরু করে গ্রামের বিভিন্ন রাস্তার দু’পাশের ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হবে। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়বে এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
Tag: lid news world Zilla News

No comments: