রংপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রংপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৮ জন।
পুলিশ জানায়, বুধবার বিকেলে তারাগঞ্জ উপজেলার ইকরচালি এলাকায় রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে অন্তত ২১ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে ৩ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতের মধ্যে এক শিশুসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
No comments: