নরসিংদীতে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। অভাবের তাড়নায় শিশুরা নিয়োজিত হচ্ছে ইটেরভাটা, ওয়ার্কশপসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে। এতে শিক্ষাবঞ্চিত এসব শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে।
নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাবো এবং রায়পুরায় রয়েছে প্রায় দুই শতাধিক ইটভাটা। এনজিওর হিসেবে এসব ইটভাটায় কাজ করে ৩ হাজারেরও বেশি শিশু। এছাড়া ওয়ার্কশপগুলোতেও কাজ করছে অসংখ্য শিশু শ্রমিক।
কম মজুরি দিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করছে কল-কারখানাগুলো। দ্রারিদ্রতার কারণেই লেখাপড়া ছেড়ে ঝুকিপূর্ণ কাজ করতে বাধ্য হচ্ছে শিশুরা।
শিশু শ্রমিকদের অভিভাবকরা বলছেন, সাময়িকভাবে সন্তানরা পরিবারকে আর্থিক সহযোগিতা করলেও, তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা।
শিশুশ্রম রোধে আইন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে বলে জানান জেলা প্রশাসক।
শিশুশ্রম বন্ধে শুধু আইনি পদক্ষেপই নয়, অভিভাবকসহ সংশ্লিষ্টদের সচেতন হওয়ার তাগিদ বিশিষ্টজনদের।
No comments: