
প্রেমের কারণে জীবন দিলো কলেজ ছাত্র শাহান (১৭)। প্রেমিকা শ্বশুর বাড়িতে আর প্রেমিক চিরনিদ্রায় শায়িত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামে।
স্থানীয়রা জানায়, কলাইডাঙ্গা গ্রামের ব্যবসায়ী ছমিরউদ্দিনের বড় ছেলে শাহান এ.আর.বি কলেজে এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্র। সে একই গ্রামের হঠাৎপাড়ার মালেশিয়া প্রবাসী মহিবুলের মেয়ে স্থানীয় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র লুনাকে (১৩) ভালবাসে। প্রেমের দাবি নিয়ে লুনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেও লুনার মা তা প্রত্যাখ্যান করেন। গত শুক্রবার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামে লুনাকে চুপিসারে বিয়ে দেন লুনার পরিবারের লোকজন। ঘটনার পর শাহান মোবাইল ফোনে লুনার সাথে যোগাযোগের চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে গত রোববার রাতে লুনার পরিবার শাহানের পিতা ছমিরউদ্দিনকে বাড়িতে ডেকে অপমান করেন। বাড়ি ফিরে শাহানের পিতা শাহানকে বকাবকি করেন।
জীবনের প্রথম প্রেমের প্রেমিকাকে হারানোর ব্যাথা ও পিতাকে অপমান এবং পিতার বকাবকি সইতে না পেরে গতকাল বেলা ১১ টার দিকে বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে নিজ ঘরে ফ্যানের হুকের সাথে মাফলার গলায় দিয়ে আত্মাহুতি দেয় শাহান। বাড়ির লোকজন দেখতে পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে নামিয়ে আমঝুপি রুরাল নার্সিং হোমে নেয়। এ সময় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় মেহেরপুরের বারাদী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাশার জানান, প্রেমের কারণে এ আত্মাহুতি। এখানে কারও কোনো অভিাযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল বাদ আসর নামাজে জানাজা শেষে লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।
মেহেরপুর কলাইডাঙ্গায় প্রেমের কারণে কলেজছাত্রের আত্মহত্যা
Tag: Zilla News
No comments: