Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ‘তাইওয়ানকে হংকং বানানোর পাঁয়তারা করছে চীন’




 

তাইওয়ানকে হংকং বানানোর পাঁয়তারা করছে চীন
’ চীনের অধীনস্থ তাইওয়ানকে আরেকটি হংকং বানানোর চেষ্টায় ব্যস্ত বেইজিং- মঙ্গলবার মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজারের সঙ্গে রাজধানী তাইপেতে এক বৈঠকে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ তোলেন। বলেন, চীন দিনের পর দিন যেসব শর্তের মাধ্যমে চাপ প্রয়োগ করছে, এভাবে চলতে থাকলে এই দ্বীপ অঞ্চলটি হংকংয়ে পরিণত হতে বেশি দেরি নেই। মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর এই সফর ঘিরে সোমবার (১০ আগস্ট) স্পর্শকাতর তাইওয়ান প্রণালীতে যুদ্ধবিমান পাঠিয়েছে চীন, যা তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী শনাক্ত করে। চীনের এ ধরনের পদক্ষেপকে হয়রানির অংশ হিসেবে দেখে তাইপে। ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কোনও কর্মকর্তা রাজধানী তাইপে সফর করলেন। প্রায় চার দশক পর মার্কিন শীর্ষ কর্মকর্তা হিসেবে গত রোববার (৯ আগস্ট) চারদিনের সফরে তাইওয়ানে পৌঁছান আলেক্স আজার। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর এই সফরের নিন্দা জানিয়ে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসা চীন। আজারের সঙ্গে তাইপেতে যৌথ সংবাদ সম্মেলনে এসে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেন, তাইওয়ানকে রাজনৈতিক পরিস্থিতি মেনে নেয়ার জন্য চীন চাপ অব্যাহত রাখায় আমাদের জীবন ক্রমশ কঠিন হয়ে পড়েছে। এসব রাজনৈতিক পরিস্থিতি তাইওয়ানকে আরেকটি হংকংয়ে পরিণত করবে বলে মন্তব্য করেন তিনি। বেইজিংয়ের শাসন তাইপেকে মেনে নেয়ার জন্য চীন এক দেশ, দুই নীতি ব্যবস্থার একটি মডেলের প্রস্তাব করেছে। এই নীতি প্রায়ই হংকংয়ের ক্ষেত্রে চীন ব্যবহার করছে বলে অভিযোগ করেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। এদিকে, তাইপে সফরে এসে তাইওয়ানের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সফলতার প্রশংসা করেছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আজার। আলেক্স আজারের তাইওয়ান সফরের পর বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়েও ব্যাপক কঠোর অভিযান শুরু করেছে চীন। সোমবার হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া লাইয়ের মালিকানাধীন সংবাদপত্রের কার্যালয়গুলোতে অভিযান চালানো হয়েছে। বেইজিংয়ের আরোপিত বিতর্কিত নতুন জাতীয় নিরাপত্তা আইনে লাই ছাড়াও আরও বেশ ক’জনকে গ্রেফতার করা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply