SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » চীনের চরম হুমকি সত্ত্বেও থামছে না তাইওয়ান
চীনের হুমকি উপেক্ষা করে নতুন সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান। আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা ব্যয় আরও ৯শ' কোটি ডলার বাড়ানো হচ্ছে। এই বিপুল অংকের প্রতিরক্ষা ব্যয় বেইজিংয়ের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টি নিয়ে আগামীতে আরও জল ঘোলা হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। চীনের চরম হুমকি সত্ত্বেও থামছে না তাইওয়ান বছরের শুরুতেই চীন, তাইওয়ানকে হুঁশিয়ারি দেয়। চীনের হুঁশিয়ারি ছিল- তাইওয়ানকে স্বাধীন করার যে কোনো চেষ্টার অর্থ হবে যুদ্ধ। তাইওয়ানের সামরিক তৎপরতা বাড়ানো ও যুদ্ধবিমান ওড়ানোর পরই আসে এই হুঁশিয়ারি। তবে কোনো কিছুতেই থামতে নারাজ তাইওয়ান। বেইজিংয়ের হুমকি উপেক্ষা করে তারা এবার সামরিক ব্যয় বাড়াচ্ছে।আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা ব্যয় আরও ৯শ' কোটি ডলারের প্রস্তাব করেছে তাইওয়ান। স্থানীয় মুদ্রায় যা দাঁড়ায় ২৪০ বিলিয়ন তাইওয়ান ডলার। চীনের 'কঠিন হুমকি'র মুখে অস্ত্রের উন্নয়ন ঘটানো অতি জরুরি হয়ে পড়ায় বৃহস্পতিবার এই প্রস্তাব করা হয়।২০২২ সালে তাইওয়ানের সামরিক ব্যয়ের পরিকল্পনা রয়েছে প্রায় ৪৭২ বিলিয়ন তাইওয়ান ডলারের। আরও পড়ুনঃ কাবুলের-বিদ্যুৎকেন্দ্রে-রকেট-হামলা এর অতিরিক্ত হিসেবেই ওই অর্থ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। তবে এই প্রস্তাব পার্লামেন্টে অনুমোদন পেতে হবে। পার্লামেন্টে প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন-এর দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সহজেই এই অনুমোদন পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকের পর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন জাতীয় প্রতিরক্ষা বাজেটে বিপুল বিনিয়োগ অব্যাহত রেখেছে। তাদের সামরিক শক্তি দ্রুত বাড়ছে আর তারা সমুদ্র ও আকাশসীমায় হয়রানি করতে তাইওয়ানের কাছে বারবার বিমান ও জাহাজ পাঠাচ্ছে। এর উপযুক্ত জবাব দিতেই প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান।বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলোর মদদেই এমনটি করছে তাইওয়ান। তারা এখন জোর দিচ্ছে, নিজেদের সমরশক্তি বাড়াতে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply