Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » IPL 2021, KKR vs SRH: বোলারদের দাপটে ৬ উইকেটে জয়ী কেকেআর




হায়দরাবাদকে হেলায় হারাল কলকাতা। সানরাইজার্স হায়দরাবাদ: ১১৫/৮ কলকাতা নাইট রাইডার্স : ১১৯/৪ ৬ উইকেটে জয়ী কেকেআর (২ বল বাকি থাকতেই) নিজস্ব প্রতিবেদন: আইপিএলের ৪৯ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবাসরীয় 'ডাবল হেডার'-এর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে নিল কেকেআর। বোলারদের সৌজন্যে অইন মর্গ্যান অ্যান্ড কোং অনায়াসে হারাল লিগ তালিকায় সবার শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে। এদিন টস জিতে কেন উইলিয়ামসনের টিম ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান মর্গ্যানদের। স্কোরবোর্ডই বলে দিচ্ছে যে ব্যাট করতে গিয়ে ঠিক কী অবস্থা হয়েছিল 'অরেঞ্জ আর্মি'র। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে কোনও রকমে ১০০ রানের গণ্ডী টপকায় সানরাইজার্স। দলের সর্বোচ্চ স্কোর ক্যাপ্টেন কেনের। তিনি ২৬টি রান করেন। এরপর থাকবেন আবদুল সামাদ (২৫) ও প্রিয়ম গর্গ (২১)। কেকেআর বোলাররা আলাদা করে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। টিম সাউদি, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী ২ উইকেট করে নিয়েছেন। অপর উইকেট শাকিব আল হাসানের। মাত্র ১১৫ রান তাড়া করতে নেমে কেকেআর মাত্র ২৩ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলে। শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ারের ওপেনিং জুটি এদিন ক্লিক করেনি। আইয়ারকে মাত্র ৮ রানে জেসন হোল্ডারের বলে ক্যাচ তুলে দেন কেনের হাতে। এরপর গিলকে সঙ্গ দিতে আসেন রাহুল ত্রিপাঠী। তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র সাত রান করেন তিনি। রশিদ খানের শিকার হন রাহুল। অপর প্রান্তে উইকেট ধরে রাখেন গিল। ১৬.৩ ওভার ব্যাট করেন তিনি। গিল ৫১ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলে যখন ফেরেন তখন কেকেআর প্রায় জয়ের দোরগোড়ায় চলে এসেছিল। নীতীশ রানা (২৫), দীনেশ কার্তিক (অপরাজিত ১৮) করে অনায়াসে ম্যাচ বার করে আনেন। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কলকাতা এখন লিগ তালিকায় চার নম্বরে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply