Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কখনোই ভাবিনি, ইউরোপ আবারও যুদ্ধের মুখোমুখি হবে!




ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ চলমান রয়েছে। বুধবার মিউনিখে যুদ্ধবিরোধী এ সমাবেশ থেকে অবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়। আবারও যুদ্ধবিরোধী সমাবেশে মানুষের ঢল নামে জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখে। বুধবার শহরটির কোইনিগপ্লাট্জে যুদ্ধবিরোধী সমাবেশে অংশ নেন কমপক্ষে ৪০ হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীরা ইউক্রেনের সঙ্গে সংহতি জানানোর পাশাপাশি রাশিয়ার শাস্তিও দাবি করেন। আরও পড়ুন: ইউক্রেনে বিদেশি শিক্ষার্থীদের জন্য জরুরি হটলাইন সমাবেশে অংশ নেওয়া একজন বলেন, ‘আমি কখনোই ভাবিনি, ইউরোপ আবারও যুদ্ধের মুখোমুখি হবে। আমার সন্তানদের ইউরোপ যুদ্ধের কথা বলব। কী জবাব দেব, বুঝতে পারছি না। যদি আমাকে জিজ্ঞেস করে, মিউনিখেও কি যুদ্ধের ট্যাংক আসবে?’ যুদ্ধাপরাধের দায়ে সমাবেশ থেকে এক্ষুনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিচারের মুখোমুখি দাঁড় করারও দাবি জানান বিক্ষোভকারীরা। সমাবেশে আসা এক তরুণ বলেন, ‘দেখুন, নিরীহ ইউক্রেনের জন্য সংহতি জানাতেই আজ আমরা এখানে এক হয়েছি। তবে বিশ্বাস করি, এখনো রাজনৈতিকভাবে এ যুদ্ধ ঠেকানো অসম্ভব কিছু নয়। প্রয়োজন শুধু সদিচ্ছার। আরও পড়ুন: ইউক্রেন থেকে ১০ লাখ মানুষ পালিয়েছে: জাতিসংঘ একজন ইউক্রেনের নাগরিক হিসেবে ইইউর সহযোগিতা বড্ড বেশি প্রয়োজন। রাশিয়া এখন একের পর এক রকেট নিক্ষেপ করছে। ধীরে ধীরে পুতিন ইউক্রেনকে গ্রাস করে নিচ্ছে। আমার বাবা-মা এখনো ইউক্রেনে। তারা উদ্বাস্তু হতে চায় না। তাই শান্তি চাই আমরা।’ এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইইউ ও ন্যাটোর পক্ষ থেকে সামরিক সহযোগিতা দেওয়ার আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply