Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুর পৌর নির্বাচনে ৪ নং ওয়ার্ডে কে পরবে জয়ের মালা




পৌর নির্বাচনে ৪ নং ওয়ার্ডে কে পরবে জয়ের মালা আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীরা শেষ মুহূর্তে এসে তাদের প্রচারণা বাড়িয়ে দিয়েছেন। মেহেরপুর শহরের প্রধান সড়ক সহপাড়া মহল্লার ওলিতে গলিতে এখন শুধুই চোখে পড়ছে প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার। নির্বাচনের প্রাক্কালে কাউন্সিলর প্রার্থীদের কার কেমন অবস্থান তা নিয়ে বিশেষ প্রতিবেদন। এ পর্যায়ে থাকছে মেহেরপুর পৌরসভার-৪ নং ওয়ার্ডের চালচিত্র। মে

হেরপুর শহরের খাঁপাড়া (উত্তরাংশ), তাঁতিপাড়া, শেখপাড়া, হঠাৎপাড়া, নতুনপাড়া, ফুলবাগান পাড়া, বেড় পাড়ার অংশ মাঠপাড়া এবং কালাচাঁদপুর নিয়ে গঠিত মেহেরপুর পৌরসভার-৪ নং ওয়ার্ড। ৪ নং ওয়ার্ডে রয়েছে ৫ হাজার ১২৫ জন ভোটার । ৩ টি কেন্দ্রে ৪ নং ওয়ার্ডে ভোট গ্রহণ চলবে। এর মধ্যে রয়েছে শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ এবং কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪ নং ওয়ার্ডের ভোটারদের মন জয় করতে মেহেরপুর পৌরসভার কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আব্দুর রহিম (পানির বোতল), নুরুল ইসলাম(ডালিম) , রিয়াজ তুল্লাহর (উটপাখি) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও মূলত এখানে প্রতিদ্বন্দ্বী হবে সাবেক দুই কাউন্সিলর আব্দুর রহিম এবং রিয়াজতুল্লাহর মধ্যে এমনটাই মনে করছে এলাকার সাধারণ মানুষ। ৪ নং ওয়ার্ডের সদ্য সাবেক হওয়া কাউন্সিলর শাকিল রাব্বি ইভান এবার ৪ নং প্রার্থী না হয়ে ৩ নং ওয়ার্ডের প্রার্থী হয়েছন। গত নির্বাচনে সাবেক কাউন্সিলর আব্দুর রহিম ইভানের কাছে পরাজিত হয়েছিলেন। তার পূর্বে আব্দুর রহিম একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকাবাসীর কাছে ব্যাপক পরিচিতি রয়েছে। তিনটি ভাগে বিভক্ত ৪ নং ওয়ার্ডের কালাচাঁদপুর যেখানে ভোটার সংখ্যা প্রায় দেড় হাজার, সেখানকার একক প্রার্থী আব্দুর রহিম। কালাচাঁদপুর গ্রামবাসী বরাবরই এলাকার টানে আবদুর রহিমকে সমর্থন দিয়ে থাকেন। এবারও একই চিত্র সেখানে লক্ষ্য করা গেছে। এদিকে অপর দুই অংশে সাবেক কাউন্সিলর রিয়াজতুল্লাহ এবং এবারের নতুন প্রার্থী নুরুল ইসলাম নিজ এলাকার ভোটারদের খুব একটা মন জয় করতে পারেননি। এ দুই এলাকা থেকে ও আব্দুর রহিম ভালো রকমের ভোট পাবেন এমন কথা শোনা যাচ্ছ। তা ছাড়াও বিএনপি অধ্যুষিত এলাকা। আব্দুর রহিম মেহেরপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক। যে কারণে আব্দুর রহিমের কাউন্সিলর হওয়া অনেকটা সময়ের ব্যাপার বলে অনেকেই মনে করছেন। আব্দুর রহিমের সাথে রিয়াজতুল্লাহর প্রতিদ্বন্দী হলেও ভোটের ব্যবধান অনেক হবে বলে এলাকা ঘুরে জানা গেছে। অপরদিকে কট্টর আওয়ামী লীগ সমর্থিত নুরুল ইসলাম কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার প্রচারণার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছেন।ভোটের দিন বড় ধরনের কোনো বিপর্যয় না ঘটলে মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে জয়ের মালা পরবে আব্দুর রহিম এটিও এলাকার মানুষের মুখে মুখে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply