Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » উইকিপিডিয়ায় তথ্য জালিয়াতি করেছে আদানি গ্রুপ




উইকিপিডিয়া দাবি করেছে, আদানি গ্রুপ উইকিপিডিয়ায় যেসব তথ্য দিয়েছিল তার অধিকাংশই মিথ্যা এবং ভুয়া এডিটর অ্যাকাউন্ট ব্যবহার করে তৈরি করা। উইকিপিডিয়ার নিজস্ব সংবাদপত্র সাইনপোস্ট সম্প্রতি এক প্রতিবেদনে এই দাবি করেছে। আদানি গ্রুপের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ এনেছে উইকিপিডিয়া। ছবি: সংগৃহীত ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের প্রায় এক মাস পর উইকিপিডিয়ার পক্ষ থেকে এই দাবি করা হলো। সাইনপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সবমিলিয়ে ৪০টি ভুয়া এডিটর অ্যাকাউন্টস থেকে আদানি পরিবার এবং তাদের ব্যবসায় সংশ্লিষ্ট ৯টি নিবন্ধ লেখা হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট এডিটরকে মোটা টাকা দিয়েছে আদানি গ্রুপ। এসব এডিটররা আদানির হয়ে তাদের পক্ষে তথ্য লিখেছে এবং অনেকক্ষেত্রে চাটুকারিতা করেছে। সাইনপোস্ট জানিয়েছে, এসব এডিটরস অ্যাকাউন্টগুলোকে উইকিপিডিয়া বন্ধ করে দিয়েছে। আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করে সাইনপোস্ট বলেছে, ‘আদানি গ্রুপের আইপি ঠিকানা ব্যবহার করে একজন এডিটির উইকিপিডিয়ায় থাকা আদানি গ্রুপের স্বার্থবিরুদ্ধ প্রমাণ সরিয়ে দিয়েছিল।’ আরও পড়ুন: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু সাইনপোস্ট আরও বলেছে, ‘একজন পরিচিত এডিটির অর্থের বিনিময়ে আদানির গ্রুপের একটি প্রতিষ্ঠানের আইপি ব্যবহার করে আদানি গ্রুপের নিবন্ধটি সম্পূর্ণরূপে পুনঃলিখন করেছেন। অন্য অনেক এডিটর উইকিপিডিয়ায় থাকা আদানি গ্রুপের স্বার্থবিরুদ্ধ তথ্য সতর্কতার সঙ্গে সরিয়ে দিয়েছে। এবং এমন কিছু অস্বাভাবিক পদ্ধতিতে নিবন্ধ তৈরি করেছে যা উইকিপিডিয়ার মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে।’ সাইনপোস্টের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, আদানি গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা গৌতম আদানি তার নামে থাকা উইকিপিডিয়া নিবন্ধটি ২৫টি জাল এডিটর অ্যাকাউন্ট দিয়ে সম্পাদিত করেছেন। একইভাবে, প্রীতি আদানি, করণ আদানি এবং প্রণব আদানির উইকিপিডিয়া নিবন্ধগুলোও জাল অ্যাকাউন্ট দিয়ে সম্পাদিত হয়েছিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply