নাইজেরেরিয়ায় ১১ কৃষককে গলা কেটে হত্যা
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি কৃষি খামারে হামলা চালিয়ে ১১ কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১১ কৃষককে গলা কেটে হত্যার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত
শুক্রবার (১৬ জুন) নাইজেরিয়ার বরনো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে ১৫ কিলোমিটার দূরের কুয়াইয়ানগিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় মিলিশিয়া বাহিনীর বরাত দিয়ে শনিবার (১৭ জুন) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনার জন্য সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে স্থানীয় মিলিশিয়া বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলে আসা হামলাকারীরা কৃষি খামারে ঢুকে ১১ জন কৃষককে বেঁধে গলা কেটে হত্যার পর চলে যায়।
আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকা ডুবে ১০০ জনের মৃত্যুর আশঙ্কা
স্থানীয় মিলিশিয়া বাহিনীর নেতা বাবাকুরা কুলো বলেন, জঙ্গিরা ১১ কৃষককে তাদের জমিতে সারিবদ্ধভাবে দাঁড় করায়। পরে তাদের হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়।
এ ঘটনার জন্য বোকো হারামকে দায়ী করে তিনি বলেন, বোকো হারামের সন্ত্রাসীরা ১১ কৃষককে গলা কেটে হত্যার পর মরদেহগুলো খামারেই ফেলে যায়।
Tag: English News Featured others world
No comments: